Panchayat Poll News Live : বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী আসনের সংখ্যা প্রকাশ রাজ্য নির্বাচন কমিশনের

তৃণমূল নেতাকে গুলি করে খুন সন্ত্রাস-তরজা পুলিশের ভয়ে পুকুরে বোমা! আরও খবর ...

ABP Ananda Last Updated: 24 Jun 2023 12:21 AM
Panchayat Poll News Live : 'খুন'-র অভিযোগে ধৃত পঞ্চায়েতের কংগ্রেস প্রার্থী

আদ্রায় তৃণমূলের টাউন সভাপতিকে (Adra TMC Town President) খুন ঘিরে চরমে রাজনৈতিক চাপানউতোর। তৃণমূল নেতা খুনে ডেকো গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস প্রার্থীকে (Congress Candidগ্রেফতার করল পুলিশ। বিরোধীদের ফাঁসানোর অভিযোগে সরব হয়েছে কংগ্রেস। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।

Panchayat Poll News Live: বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়

গ্রাম পঞ্চায়েতের ৬৩২২৯টি আসনের মধ্যে বিনা যুদ্ধে জয় ৮০০২ টি আসনে। পঞ্চায়েত সমিতির মোট ৯৭৩০টি আসনের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ৯৯১ টি আসনে। 

Panchayat Poll News Live :বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী আসনের সংখ্যা প্রকাশ রাজ্য নির্বাচন কমিশনের

 পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১২ শতাংশ আসনে জয়। তিনটি স্তর মিলিয়ে ৭৩৮৮৭টি আসনে ৯০০৯টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী আসনের সংখ্যা প্রকাশ রাজ্য নির্বাচন কমিশনের (West Bengal Election Commission)।

Panchayat Poll News Live :  পঞ্চায়েত নির্বাচন আসতেই ব্যস্ততা তুঙ্গে পতাকা তৈরির কারিগরদের

ডোমজুড়ের উনসানি এলাকায় দীর্ঘদিন ধরে রাজনৈতিক দলের পতাকা তৈরি করছেন রাজু হালদার। সব রাজনৈতিক দলের পতাকা তৈরির পাশাপাশি স্বাধীনতা দিবস এবং প্রজাতন্ত্র দিবসের আগে কাজের চাপ বাড়ে। তবে এ বছর হঠাৎ পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার ফলে কার্যত চাপে পড়ে গেছেন পতাকা তৈরির কারিগররা।  পঞ্চায়েত নির্বাচন আসতেই ব্যস্ততা তুঙ্গে পতাকা তৈরির কারিগরদের। নির্দিষ্ট সময়ের মধ্যে রাজনৈতিক দলের অর্ডার মতো পতাকা সরবরাহ করতে হবে। তাই না খাওয়ার সময় পাচ্ছেন না কারিগররা। রাত জেগে চলছে কাজ। নির্বাচনের মুখে একটু বাড়তি লাভের মুখ দেখতে পেয়ে খুশি মালিক এবং কারিগররা।

Panchayat Poll News Live :  পঞ্চায়েত নির্বাচন আসতেই ব্যস্ততা তুঙ্গে পতাকা তৈরির কারিগরদের

ডোমজুড়ের উনসানি এলাকায় দীর্ঘদিন ধরে রাজনৈতিক দলের পতাকা তৈরি করছেন রাজু হালদার। সব রাজনৈতিক দলের পতাকা তৈরির পাশাপাশি স্বাধীনতা দিবস এবং প্রজাতন্ত্র দিবসের আগে কাজের চাপ বাড়ে। তবে এ বছর হঠাৎ পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার ফলে কার্যত চাপে পড়ে গেছেন পতাকা তৈরীর কারিগররা।  পঞ্চায়েত নির্বাচন আসতেই ব্যস্ততা তুঙ্গে পতাকা তৈরির কারিগরদের। নির্দিষ্ট সময়ের মধ্যে রাজনৈতিক দলের অর্ডার মতো পতাকা সরবরাহ করতে হবে। তাই না খাওয়ার সময় পাচ্ছেন না কারিগররা। রাত জেগে চলছে কাজ। নির্বাচনের মুখে একটু বাড়তি লাভের মুখ দেখতে পেয়ে খুশি মালিক এবং কারিগররা।

WB Panchayat Poll 2023 : টিকিট বিলি নিয়ে তৃণমূলের অন্দরের ক্ষোভ চরমে

পঞ্চায়েত নির্বাচনে টিকিট বিলি নিয়ে তৃণমূলের অন্দরের ক্ষোভ চরমে। বিধায়ক হুমায়ন কবির, মনোরঞ্জন ব্যাপারীর পর এবার দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লার গলাতেও ক্ষোভ ঝরে পড়ল। 

Panchayat Poll News Live : 'এখন কী পরিস্থিতি?' পঞ্চায়েত মামলায় প্রশ্ন হাইকোর্টের প্রধান বিচারপতির


'এখন কী পরিস্থিতি?' পঞ্চায়েত মামলায় প্রশ্ন হাইকোর্টের প্রধান বিচারপতির। 'কাল বিকেলে কেন্দ্রীয় বাহিনী চাওয়া হয়েছে, কিন্তু তা ২০১৩-র থেকে কম,' সওয়াল শুভেন্দু অধিকারীর আইনজীবীর। '২০৫৮৫ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করা মাত্র ৩ দিনে',  সওয়াল শুভেন্দু অধিকারীর আইনজীবীর। 'নিরপেক্ষ পর্যবেক্ষক নিয়োগ করা হোক', সওয়াল শুভেন্দু অধিকারীর আইনজীবীর।

WB Panchayat Poll 2023 : ফের চিঠি কমিশনের

আরও ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে ফের চিঠি কমিশনের। ৩৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মঞ্জুরের নির্দেশিকা জারি স্বরাষ্ট্রমন্ত্রকের। প্রথম ধাপে ২২ কোম্পানি, পরের ধাপে আরও ৩১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠাতে জারি হয় বিজ্ঞপ্তি। এর মধ্যে সিআরপিএফ থাকবে ৫০ কোম্পানি, বিএসএফ থাকবে ৬০ কোম্পানি । ২০ কোম্পানি আইটিবিপি, ২৫ কোম্পানি এসএসবি , ২০ কোম্পানি আরপিএফ আসছে রাজ্যে । ২০ কোম্পানি আরপিএফ মোতায়েন হবে রাজ্যে। বাকি ১২ টি রাজ্য থেকে স্পেশাল আর্মড পুলিশ ফোর্স থাকবে ১১৫ কোম্পানি। রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। আপাতত ৩১৫ কোম্পানি বাহিনী পাঠানো হচ্ছে।

Panchayat Poll News Live : রাজ্যে এসে পৌঁছল কেন্দ্রীয় বাহিনী

রাজ্যে এসে পৌঁছল কেন্দ্রীয় বাহিনী। ইতিমধ্যেই বাঁকুড়ায় পৌঁছে গেছে ১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আজ দুপুরে বাঁকুড়া সদর থানায় এসে পৌঁছায় ১ কোম্পানি বাহিনী। ধাপে ধাপে আরও কেন্দ্রীয় বাহিনী আসবে বলে জেলা পুলিশের তরফে জানানো হয়েছে। 

WB Panchayat Poll 2023 : পঞ্চায়েত ভোটের প্রক্রিয়া নিয়ে অস্বচ্ছতার অভিযোগ শুভেন্দুর

এদিন শুভেন্দু আরও বলেন,'প্রধান বিচারপতির বেঞ্চের নির্দেশও অমান্য রাজ্য নির্বাচন কমিশনের', আদালত নিযুক্ত পর্যবেক্ষকের দাবি বিরোধী দলনেতার। এদিন তিনি বলেন, 'ভোটের বিজ্ঞপ্তি জারির আগে সর্বদল বৈঠক করেনি কমিশন', পঞ্চায়েত ভোটের প্রক্রিয়া নিয়ে অস্বচ্ছতার অভিযোগ শুভেন্দুর।

Panchayat Poll News Live : পঞ্চায়েত ভোটের দফা বাড়ানোর দাবি শুভেন্দুর

পঞ্চায়েত ভোটের দফা বাড়ানোর দাবি শুভেন্দু অধিকারীর। রাজ্য নির্বাচন কমিশনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

WB Panchayat Poll 2023 : ফের শুভেন্দুর নিশানায় কমিশনার

 আরও ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে ফের চিঠি দিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনার। এদিকে ৩৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মঞ্জুরের নির্দেশিকা জারি করেছে স্বরাষ্ট্রমন্ত্রক। এই পরিস্থিতিতে ভোটের দফা বাড়ানোর দাবি জানালেন শুভেন্দু অধিকারী। একই সঙ্গে ফের রাজ্য নির্বাচন কমিশনারকে নিশানা করলেন তিনি। 

Panchayat Poll News Live : বিজেপি মহিলা প্রার্থীর বাড়ির সামনে রাতে 'বোমাবাজি'

হাসনাবাদে বিজেপি মহিলা প্রার্থীর বাড়ির সামনে রাতে বোমাবাজির অভিযোগ। বাড়ির সামনে থেকে উদ্ধার বোমা, অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। হাসনাবাদ থানার আমলানি গ্রাম পঞ্চায়েতের হরিপুর দাসপাড়ার ঘটনা। আমলানি গ্রাম পঞ্চায়েতের ১৭২ নম্বর বুথে বিজেপি প্রার্থী সঞ্চিতা ঋষি দাসের বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ। 'এই ঘটনার সঙ্গে দলের কোনও যোগ নেই, বিরোধীদের কুৎসা', পাল্টা দাবি তৃণমূল কংগ্রেসের। বোমা উদ্ধার করে নিষ্ক্রিয় করল পুলিশ। 

WB Panchayat Poll 2023 : পঞ্চায়েত নির্বাচনে দুই ভাই দুই দলের প্রার্থী

পঞ্চায়েত নির্বাচন এমন একটি ভোট, যেখানে একই পরিবার থেকে একাধিক ব্যক্তি ভোটে দাঁড়ান। কখনও এক দল, কখনও আবার ভিন্ন দল। বাংলায় এমন ছবি নতুন কিছু নয়। যেমন উত্তর ২৪ পরগনার হাবড়ার  দু'নম্বর ব্লকের ভুরকুন্ডা গ্রাম পঞ্চায়েত। এখানেই মুখোমুখি লড়াইয়ে নেমেছেন দুই ভাই। পঞ্চায়েত নির্বাচনে সেজদা বিজেপির প্রার্থী,ছোট ভাই দাঁড়াচ্ছেন তৃণমূলের হয়ে।

Panchayat Poll News Live : চোপড়া নিয়ে সিদ্ধান্ত রাজ্য় নির্বাচন কমিশনের ওপরই ছাড়ল হাইকোর্ট

চোপড়া নিয়ে সিদ্ধান্ত রাজ্য় নির্বাচন কমিশনের ওপরই ছাড়ল হাইকোর্ট। 'চোপড়ায় কোনও বিরোধী দল মনোনয়ন দিতে পারেনি। অশান্তির পরিবেশ তৈরি হয়েছে, মৃত্যুর ঘটনাও ঘটেছে। অবিলম্বে এ বিষয়ে পদক্ষেপ করুক আদালত। যাঁরা মনোনয়ন দিতে পারেননি, তাঁদের মনোনয়ন জমা দেওয়ার অনুমতি দেওয়া হোক। ' হাইকোর্টে আবেদন আইনজীবী কৌস্তভ বাগচীর। 'ঘটনার গুরুত্ব বুঝে ২৬ জুনের মধ্যে উপযুক্ত সিদ্ধান্ত নেবে কমিশন' নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের

WB Panchayat Poll 2023 : আরও ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে ফের চিঠি কমিশনের

আরও ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে ফের চিঠি কমিশনের। ৩৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, মঞ্জুরের নির্দেশিকা জারি স্বরাষ্ট্রমন্ত্রকের। প্রথম ধাপে ২২ কোম্পানি, পরের ধাপে আরও ৩১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠাতে জারি হয় বিজ্ঞপ্তি। 

Panchayat Poll News Live : আদালত চাইছে নিরাপত্তার দায়িত্ব কেন্দ্রীয় বাহিনী নিক, দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর

'রাজ্যের কথায় বাহিনী চলবে, এটা এবার হবে না। কেন্দ্রীয় বাহিনীর কমান্ডান্টের নম্বর সাধারণ মানুষ জানবে। ফোন করে অভিযোগ জানালে ব্যবস্থা নিতে বাধ্য থাকবে বাহিনী। আদালত চাইছে নিরাপত্তার দায়িত্ব কেন্দ্রীয় বাহিনী নিক', দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর

WB Panchayat Poll 2023 : ফের প্রশ্নে কমিশন, এখনও স্পষ্ট নয় কমিশনের পরিকল্পনা, মন্তব্য প্রধান বিচারপতির

ফের প্রশ্নে কমিশন। এখনও স্পষ্ট নয় কমিশনের পরিকল্পনা। মন্তব্য প্রধান বিচারপতির। চাইলে আরও বাহিনীর জন্য আবেদনের অনুমতি। ১৩-র মডেল মানলে বাহিনী দেওয়া সম্ভব। জানাল কেন্দ্র। 

Panchayat Election Live: যদি কমিশন মনে করে যে এই বাহিনী পর্যাপ্ত নয়,তাহলে তারা ফের কেন্দ্রের কাছে আবেদন জানাতে পারে : আদালত

২০১৩-র পঞ্চায়েত নির্বাচনের মডেল অনুসরণ করা হলে, আদালতের নির্দেশ অনুসারে পর্যাপ্ত বাহিনী দেওয়া যাবে, জানাল কেন্দ্র। যদি কমিশন মনে করে যে এই বাহিনী পর্যাপ্ত নয়,তাহলে তারা ফের কেন্দ্রের কাছে আবেদন জানাতে পারে, মন্তব্য প্রধান বিচারপতির।

Panchayat Poll 2023 : 'শুধু বাহিনীর সংখ্যা বাড়ালে হবে না। ভোটের দফাও বাড়াতে হবে', দাবি শুভেন্দুর

'শুধু কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বাড়ালে হবে না। ভোটের দফাও বাড়াতে হবে।' দাবি শুভেন্দু অধিকারীর। একই সঙ্গে ফের রাজ্য নির্বাচন কমিশনারকে নিশানা বিরোধী দলনেতার। 'মুখ্যমন্ত্রীর কথায় চলছেন রাজীব সিন্হা'। অভিযোগ শুভেন্দু অধিকারীর। 

WB Panchayat Poll 2023 : তৃণমূল নেতা খুনের ঘটনায় গ্রেফতার করা হল কংগ্রেসের এক প্রার্থী সহ ২ জনকে

পুরুলিয়ায় তৃণমূল নেতা খুনের ঘটনায় গ্রেফতার করা হল কংগ্রেসের এক প্রার্থী সহ ২ জনকে। বৃহস্পতিবার আদ্রায়, পয়েন্ট ব্ল্য়াঙ্ক রেঞ্জ থেকে গুলি চালিয়ে খুন করা হয় তৃণমূলের টাউন সভাপতি ধনঞ্জয় চৌবেকে। 

Panchayat Poll News : 'পুলিশ শাসক দলের নেতাদের বাঁচাতে পারছে না', খোঁচা দিলীপ ঘোষের

'রাজ্য সরকারের পুলিশই শাসক দলের নেতাদের বাঁচাতে পারছে না। তাও পুলিশকে সার্টিফিকেট দিচ্ছেন মুখ্যমন্ত্রী।' আক্রমণ দিলীপ ঘোষের। 

Panchayat Poll Live : 'একের পর এক বাড়ি ভাঙচুর, গুলি', তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র কুলতলি

তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র কুলতলি। একের পর এক বাড়ি ভাঙচুর, গুলিও চলার অভিযোগ বিজেপির। সংঘর্ষ হলেও গুলি চলেনি, পাল্টা দাবি পুলিশের। 

WB Panchayat News : পঞ্চায়েত ভোটের আগে, এবার, মুর্শিদাবাদে ড্রাম ভর্তি তাজা বোমা উদ্ধার

পঞ্চায়েত ভোটের আগে, এবার, মুর্শিদাবাদে ড্রাম ভর্তি তাজা বোমা উদ্ধার। ভরতপুর থানার ভাটেরা গ্রামে পরিত্যক্ত বাড়ি থেকে বোমা উদ্ধার করল পুলিশ। কে বা কারা এই বোমা মজুত করেছে, তার খোঁজ চালাচ্ছে পুলিশ । 

Panchayat Poll News : 'দলের মধ্য়ে গ্রুপবাজি রয়েছে', ক্ষোভ উগরে দিয়ে এমনই মন্তব্য় করলেন তণমূল বিধায়ক

পঞ্চায়েতের টিকিট বিলি নিয়ে তৃণমূলে আরও বিদ্রোহ। বিধায়ক হুমায়ুন কবীর, মনোরঞ্জন ব্য়াপারীর পর, এবার, মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা। দলের মধ্য়ে গ্রুপবাজি রয়েছে। তাই ৫০-৫০ ভাগ হয়েছে। দল আমার ওপর ভরসা রাখতে পারেনি। ক্ষোভ উগরে দিয়ে এমনই মন্তব্য় করলেন তণমূল বিধায়ক।

Panchayat Poll News : 'নির্বাচন প্রক্রিয়া কি চলছে? নির্বাচন কমিশনার কি আছেন?' :বিচারপতি অমৃতা সিনহা

'নির্বাচন প্রক্রিয়া কি চলছে? নির্বাচন কমিশনার কি আছেন? পঞ্চায়েত ভোটের নামে এসব কী হচ্ছে জানি না!' ভাঙড়ের মনোনয়ন সংক্রান্ত মামলায়, এই মন্তব্য় করলেন, হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। কড়া প্রতিক্রিয়া এসেছে বিরোধীদের তরফে। আজ ফের এই মামলার শুনানি হবে।

Panchayat Poll News : 'সৌদি আরবে বসে পঞ্চায়েত ভোটের মনোনয়ন পেশ করেছেন মিনাখাঁর তৃণমূল প্রার্থী'

এবার, ভিন দেশ থেকে পঞ্চায়েত ভোট যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন তৃণমূলের প্রার্থী? সৌদি আরবে বসে পঞ্চায়েত ভোটের মনোনয়ন পেশ করেছেন মিনাখাঁর তৃণমূল প্রার্থী! অভিযোগ শুনে বিস্ময় প্রকাশ করলেন বিচারপতি অমৃতা সিনহা। বুধবার বিচারপতি অমৃতা সিনহা বলেন, যেখানে প্রার্থীরা শারীরিকভাবে উপস্থিত হয়ে মনোনয়ন জমা দিতে পারছেন না, সেখানে, বিদেশে থাকা ব্য়ক্তির মনোনয়ন গৃহীত হয়ে যাচ্ছে!

Panchayat Poll News : পঞ্চায়েত ভোটের আগে আবার মৃত্য়ু! খুন তৃণমূলের টাউন সভাপতি

পঞ্চায়েত ভোটের আগে আবার মৃত্য়ু! পুরুলিয়ার আদ্রায়, পয়েন্ট ব্ল্য়াঙ্ক রেঞ্জ থেকে গুলি, খুন তৃণমূলের টাউন সভাপতি। জনবহুল বাজার এলাকায় ৩ আততায়ীর হামলা। অন্তত ৭ রাউন্ড গুলি চালিয়ে আততায়ীরা উধাও!  আদ্রায় পার্টি অফিসেই তৃণমূল নেতাকে গুলি করে খুন 

Panchayat Poll News : রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর মধ্যে কোন বাহিনী কত কোম্পানি ?

বাহিনীর মধ্যে সিআরপিএফ থাকবে ৫০ কোম্পানি, বিএসএফ থাকবে ৬০ কোম্পানি। ২০ কোম্পানি আইটিবিপি, ২৫ কোম্পানি এসএসবি , ২০ কোম্পানি আরপিএফ আসছে রাজ্যে। ২০ কোম্পানি আরপিএফ, সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স থাকবে মোট ২০০ কোম্পানি। বাকি ১২ টি রাজ্য থেকে স্পেশাল আর্মড পুলিশ ফোর্স থাকবে ১১৫ কোম্পানি। 

Panchayat Poll News : কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক

রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। আরও ৩১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানোর প্রক্রিয়া শুরু। এর আগে ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছিল । এখনও পর্যন্ত রাজ্যে মোট ৩৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর জন্য বিজ্ঞপ্তি জারি। 

প্রেক্ষাপট

তৃণমূল নেতাকে গুলি করে খুন


পুরুলিয়ায় তৃণমূল নেতাকে (TMC Leader Murder Case) গুলি করে খুন। আদ্রায় পার্টি অফিসেই তৃণমূল নেতাকে গুলি করে খুন । পার্টি অফিসেই তৃণমূল নেতাকে গুলি, আহত দেহরক্ষী। নিহত তৃণমূলের টাউন সভাপতি ধনঞ্জয় চৌবে। মনোনয়ন শুরু হওয়ার ১৪দিনেই রাজ্যে ৯জন খুন। জনবহুল বাজার এলাকাতেই ৩ আততায়ীর হামলা। অন্তত ৭ রাউন্ড গুলি চালিয়ে আততায়ীরা উধাও! বাইকে এসে পার্টি অফিসের সামনেই তৃণমূল নেতাকে গুলি! সকাল থেকে আদ্রা স্টেশন রোড এলাকায় অবরোধ তৃণমূলের। 


সন্ত্রাস-তরজা


রাজ্যে ১৪ দিনে হিংসার বলি ৯ জন! পশ্চিমবঙ্গজুড়ে (west Bengal) মাফিয়ারাজ। পুলিশ নিষ্ক্রিয়। আক্রমণ দিলীপ ঘোষের। নিরপেক্ষ তদন্ত দাবি নেপাল মাহাতোর। বাইরে থেকে গুন্ডা, অস্ত্র ভাড়া করে খুন বিরোধীদের। পাল্টা শান্তনু সেন (Santanu Sen)।


পুলিশের ভয়ে পুকুরে বোমা!

 হাওড়ার ডোমজুড়ে উদ্ধার হল বোমা (Bomb Rescue in Howrah)। আটক এক তৃণমূল কর্মী (TMC Worker detained)। পুলিশি অভিযানের (Police Raid) খবর পেয়ে বাড়ির পাশে পুকুরে বোমাগুলি ছুড়ে ফেলে দেন তৃণমূল কর্মী। জাল ফেলে পুকুর থেকে উদ্ধার ৩০টি বোমা। আটক তৃণমূল কর্মী মিনসর শেখ। চক্রান্ত বলে দাবি পরিবারের।

তৃণমূলে ভাঙন

পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Poll 2023) আগে শাসকদলে ভাঙন অব্যাহত। তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন হাওড়ার মহিয়ারী এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রায় আড়াইশো জন তৃণমূল কর্মী। সুষ্ঠুভাবে ভোট হলে পঞ্চায়েত দখল নিশ্চিত, দাবি কংগ্রেসের (Congress)।


বাড়িতেই অস্ত্র তৈরি!

পঞ্চায়েত ভোটের আগে নাকাশিপাড়ায় অস্ত্র তৈরির ডেরার হদিশ! ধাপারিয়া গ্রামের একটি বাড়ি থেকে দেশি পাইপান-সহ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করল পুলিশ। বহিরাগতরা ওই বাড়িতে অস্ত্র তৈরি করত বলে খবর পুলিশ সূত্রে। পলাতক বাড়ির মালিক। ২ মহিলাকে জিজ্ঞাসাবাদ পুলিশের (Police)।

ফের বোমা উদ্ধার

সকালের পর রাতেও, রতুয়ার চাঁদমনি থেকে বোমা উদ্ধার। পাঁচ জার ভর্তি বোমা নিষ্ক্রিয় কল বম্ব স্কোয়াড।
বৃহস্পতিবার সকালে ৪০০ মিটার দূরে বালুপুর গ্রামে চাষের জমিতে ৫০-টি কৌটো বোমা উদ্ধার হয়। বারবার বোমা উদ্ধারে আতঙ্ক এলাকায়।


তৃণমূল ছেড়ে কংগ্রেসে

পঞ্চায়েত ভোটের (Panchayat Poll) মুখে তৃণমূলে ভাঙন অব্যাহত। কালিয়াচকের চরিঅনন্তপুর গ্ৰাম পঞ্চায়েতের বিদায়ী প্রধান, পঞ্চায়েত সমিতির সদস্য-সহ প্রায় ৫০০জন যোগ দিলেন কংগ্রেসে। টিকিট না পেয়ে দলত্যাগ বলে দাবি করেছে তৃণমূল নেতৃত্ব (TMC)।

বিদেশে বসে মনোনয়ন!


সৌদি আরবে বসে মনোনয়ন পেশ করেছেন উত্তর ২৪ পরগনার মিনাখাঁর একটি পঞ্চায়েতের তৃণমূল প্রার্থী! অভিযোগ তুলে বিচারপতি অমৃতা সিন্হার এজলাসে মামলা দায়ের করল সিপিএম। অভিবাসন দফতরকে পার্টি করার নির্দেশ দিয়েছেন বিচারপতি। আজ মামলার শুনানি।


কুলতলিতে 'গুলি'


 তৃণমূল-বিজেপি (TMC BJP Clash) সংঘর্ষে রণক্ষেত্র কুলতলি। মেরিগঞ্জে একের পর এক বাড়ি ভাঙচুর। গুলিও চলে বলে অভিযোগ বিজেপির। সংঘর্ষ হলেও গুলি চলেনি, পাল্টা দাবি পুলিশের।


ক্যানিং-সুরাহার খোঁজে আদালতে


ক্যানিং (Canning) ১ নম্বর ব্লকে, বিভিন্ন পঞ্চায়েতের মোট ২৭৪টি আসনে বিরোধীরা মনোনয়নপত্রই জমা দিতে পারেনি। হাইকোর্টের বিচারপতি অমৃতা সিন্হার দৃষ্টি আকর্ষণ করল বিজেপি (BJP)। যদি প্রার্থীই না থাকেন, তাহলে ভোটাররা ভোট দেবেন কীভাবে? জনস্বার্থ মামলা করলেন গ্রামবাসীদের একাংশ। শুক্রবার শুনানি।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.