অমিত জানা, পশ্চিম মেদিনীপুর:  মোহনপুরে তৃণমূল কর্মীকে লক্ষ্য় করে গুলি চালানোর অভিযোগ পুনর্নির্বাচনের ( West Bengal Panchayat Election Repoll 2023 )  আগের রাতেই। তবে, গুলি লক্ষ্য়ভ্রষ্ট হওয়ায় তিনি প্রাণে বেঁচে গিয়েছেন বলে দাবি।


কামরুল মল্লিক নামে ওই তৃণমূল কর্মীর ( TMC ) পরিবারের দাবি, রবিবার রাতে বাজার থেকে বাড়ি ফিরছিলেন তিনি। তখনই রাস্তায় তাঁকে ব্য়াপক মারধর করে বেশ কয়েকজন দুষ্কৃতী। তাঁকে লক্ষ্য় করে গুলি চালানো হয় বলেও অভিযোগ। তবে গুলি মাথার খুব কাছ ঘেঁষে গুলি বেরিয়ে যায় বলে দাবি। যদিও বেলদার এসডিপিও-র দাবি, গুলি চলেনি। পুরনো বিবাদের জেরেই এই ঘটনা।   


পঞ্চায়েত ভোট চলাকালীন উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরের মোহনপুর গ্রাম পঞ্চায়েত আগ্নেয়াস্ত্র নিয়ে তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। আগ্নেয়াস্ত্র হাতে দুষ্কৃতীর ছবি ধরা পড়ে এবিপি আনন্দর ক্যামেরায়। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই মূল অভিযুক্ত-সহ ২ দুষ্কৃতীকে গ্রেফতার করে খড়দা থানা। 


পুলিশ সূত্রে খবর, ভোটের দিন এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে গুলি চালায় অভিযুক্তরা। শনিবার দিনভর তাণ্ডবের পর, টিটাগড়ের মুচিপাড়া এলাকার বাসিন্দা ওই দুষকৃতীরা নৌকায় চড়ে কোন্নগরে পালানোর ছক কষেছিল। গোপন সূত্রে খবর পেয়ে আগ্নেয়াস্ত্র সমেত তাদের পাকড়াও করে পুলিশ। অন্যদিকে পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকির অভিযোগে বিজেপির এক যুব নেতাকে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ, পঞ্চায়েত ভোট চলাকালীন, গড়বেতার মালবাঁধি গ্রামে, বন্দুক হাতে দাপিয়ে বেড়ান বিজেপির পূর্ব মণ্ডলের যুব সভাপতি ধনঞ্জয় সিংহ।
ভোট শেষের পরেও এলাকার তৃণমূল নেতা-কর্মীদের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ।


পঞ্চায়েত ভোটের দিন জেলায় জেলায় লুঠ, সন্ত্রাস, বোমাবাজি, প্রাণহানির ছবি দেখেছে রাজ্যবাসী। এই প্রেক্ষাপটেই সোমবার ফের ভোটগ্রহণ হতে চলেছে রাজ্যের ৬৯৬টি বুথে। পশ্চিম মেদিনীপুরে ১০টি বুথে সোমবার ফের ভোট গ্রহণ হবে।  শনিবার রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সংঘর্ষ, ভোট লুঠ, বুথ দখল, ব্যালট বাক্স নষ্ট করার ঘটনা ঘটলেও, রাজ্য নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, রাজ্যজুড়ে ভোট পড়েছে ৮০ দশমিক সাত এক শতাংশ (৮০.৭১%)                          




 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial