উত্তর ২৪ পরগনা: ভোটের দিন সকালে হাবড়া বিধানসভার জমিদারগেট এলাকায় উদ্ধার অজ্ঞাতপরিচয় যুবকের রক্তাক্ত মৃতদেহ। খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। মাথার পিছনে গুরুতর আঘাত রয়েছে বলে খবর। 


স্থানীয়দের দাবি, কেউ ওই ব্যক্তিকে খুন করে ফেলে দিয়ে গেছে। ব্যক্তিগত আক্রোশ নাকি রাজনৈতিক কারণে খুন খতিয়ে দেখছে পুলিশ। 


ঘটনাস্থলে পৌঁছন হাবড়ার বিজেপি প্রার্থী রাহুল সিন্হা। বলেন, বাইরে থেকে মেরে ফেলে গেছে, এখানে একটা সিসিটিভি ফুটেজ আছে, সেটা দেখুক পুলিশ। 


ঘটনার রিপোর্ট চাইল কমিশন।


<iframe style="border:0px;" scrolling="no" width="631" height="381" class="vidfyVideo" src="https://api.abplive.com/index.php/playmedianew/wordpress/1148388bfbe9d9953fea775ecb3414c4/e4bb8c8e71139e0bd4911c0942b15236/810823?embed=1&channelId=7"></iframe>


হাবড়ায় যখন এই ছবি, তখন উত্তর ২৪ পরগনার বীজপুরে রাজনৈতিক রক্তপাত! ভোট তখনও শুরু হয়নি। বিভিন্ন দলের এজেন্টরা বুথে ঢুকতে শুরু করেছেন।


সেই সময় বীজপুর বিধানসভার অন্তর্গত কাচরাপাড়ায় তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর আক্রান্ত হন। মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে।


কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছন খড়দার বিজেপি প্রার্থী শীলভদ্র দত্ত। নির্বাচন কমিশনে ফোন করে অভিযোগ জানান তিনি। 


ঠিক একই সময়ে ব্যারাকপুরের লালকুঠি এলাকায় তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তীকে ঘিরে বিক্ষোভ, গো ব্যাক স্লোগান তোলে বিজেপি


উত্তর ২৪ পরগনার খড়দার কল্যাণনগরে বিজেপির পোলিং এজেন্টকে পেটানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। 


আজ উত্তর ২৪ পরগণা, নদিয়া, পূর্ব বর্ধমান ও উত্তর দিনাজপুর, এই ৪ জেলার মোট ৪৩টি আসনে ভোটগ্রহণ।
 
উত্তর ২৪ পরগনায় ১৭টি আসন, নদিয়ায় ৯টি আসন, পূর্ব বর্ধমানের ৮টি আসন ও উত্তর দিনাজপুরের ৯টি আসনে ভোট।


জেলাভিত্তিক যে যে বিধানসভায় ভোটগ্রহণ-


উত্তর ২৪ পরগনা (১৭)-
বাগদা, বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, গাইঘাটা, স্বরূপনগর, বাদুরিয়া, হাবরা, অশোকনগর, আমডাঙা, বিজপুর, নৈহাটি, ভাটপাড়া, জগদ্দল, নোয়াপাড়া, ব্যারাকপুর, খড়দা, দমদম উত্তর।


নদিয়া (৯)-
করিমপুর, তেহট্ট, পলাশীপাড়া, কালীগঞ্জ, নাকাশিপাড়া, চাপড়া, কৃষ্ণনগর উত্তর, নবদ্বীপ, কৃষ্ণনগর দক্ষিণ।


পূর্ব বর্ধমান (৮)-
ভাতার, পূর্বস্থলী দক্ষিণ, পূর্বস্থলী উত্তর, কাটোয়া, কেতুগ্রাম, মঙ্গলকোট, আউশগ্রাম, গলসি।


উত্তর দিনাজপুর (৯)- 
চোপড়া, ইসলামপুর, গোয়ালপোখর, চাকুলিয়া, করণদিঘি, হেমতাবাদ, কালিয়াগঞ্জ, রায়গঞ্জ, ইটাহার।