আমদাবাদ: ইন্দিরা গাঁধীকে পাকিস্তান ভেঙে বাংলাদেশ সৃষ্টির জন্য কৃতিত্ব দেওয়া হলে বালাকোটে বায়ুসেনার অভিযানের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা কেন করা যাবে না? আমদাবাদে বিজেপি প্রার্থী দলীয় সভাপতি অমিত শাহের সমর্থনে জনসভায় বললেন রাজনাথ সিংহ। আজই গাঁধীনগরে মনোনয়ন জমা দেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পাকিস্তান দু টুকরো হয়েছিল আমাদের বাহিনীর সাহসিকতার জন্য। পাকিস্তান ভেঙে তৈরি হয় বাংলাদেশ। যুদ্ধের পর আমাদের নেতা অটলবিহারী বাজপেয়ী সংসদে ইন্দিরার প্রশংসা করেন। দেশজুড়ে প্রশংসা পান ইন্দিরা। পুলওয়ামা হামলার প্রসঙ্গ তুলে তিনি বলেন, আত্মঘাতী হামলায় আমাদের ৪০-৪২ জন জওয়ান নিহত হওয়ার পর মোদিজি আমাদের বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেন। তাহলে ১৯৭১-এ পাকিস্তান বিভাজনের জন্য ইন্দিরার প্রশংসা হলে বালাকোটে যা হল, সেজন্য কেন মোদিজি কৃতিত্ব পাবেন না। আমাদের প্রধানমন্ত্রী সিআরপিএফ জওয়ানদের ওপর হামলার বদলা নেওয়ার কঠোর জেদ দেখাতে পারলে কেন তাঁর প্রশংসা হবে না, জানতে চাইছি। ২৬/১১র মুম্বই হামলার বদলা না নেওয়ায় কংগ্রেসকে তীব্র আক্রমণ করে রাজনাথ বলেন, মুম্বই নাশকতার সময় কংগ্রেস ক্ষমতায় ছিল। পাকিস্তানের বিরুদ্ধে কিছুই করতে পারেনি। রাজনৈতিক ক্ষমতা আর সামরিক শক্তির বোঝাপড়া থাকলে আমাদের সশস্ত্র বাহিনীর বলকে চ্যালেঞ্জ করার মতো কেউ নই, এই আশ্বাস দিতে পারি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলায় রাহুল গাঁধীকে ‘শাস্তি দিতে’ জনগণকে ডাক দেন রাজনাথ। বলেন, আন্তর্জাতিক দুনিয়ায় ভারতের গুরুত্ব যে বেড়েছে, কে অস্বীকার করবে। সকলেই মানছেন, ভারতের নেতৃত্ব শক্ত হাতে আছে। কিন্তু পরিহাসের কথা হল, আমাদের বিরোধী শিবিরের নেতা, কংগ্রেস সভাপতিই প্রধানমন্ত্রীকে গালমন্দ করছেন। আমি সাধারণ মানুষকে বলব, যে দল আমাদের প্রধানমন্ত্রীর নিন্দেমন্দ করছে, তাদের শাস্তি দিন। আপনারা আগের সরকারগুলিকেও দেখেছেন। প্রধানমন্ত্রী মোদি বা তাঁর কোনও মন্ত্রীর বিরুদ্ধে গত ৫ বছরে কেউ দুর্নীতির অভিযোগ তোলার সাহস পায়নি।
কংগ্রেসের ‘চৌকিদার চোর হ্যায়’ কটাক্ষের পাল্টা রাজনাথ বলেন, কংগ্রেস সভাপতি বলেন, চৌকিদার চোর হ্যায়। কিন্তু চৌকিদার চোর নয়, তিনি শুদ্ধ, খাঁটি মানুষ। তাঁর আবার প্রধানমন্ত্রী হওয়া নিশ্চিত, দেশের যাবতীয় সমস্যার সমাধান তিনিই।