কৃষ্ণনগর, নদিয়া: প্রথম থেকেই মহুয়া মৈত্রের পাশেই দাঁড়িয়েছে দল। কৃষ্ণনগর লোকসভা আসন থেকেই গতবার জিতেছিলেন মহুয়া মৈত্র। লোকসভায় বরাবর বিজেপি এবং নরেন্দ্র মোদির কড়া সমালোচক হিসেবেই পরিচিত মহুয়া মৈত্র। গত লোকসভার শীতকালীন অধিবেশনে 'ক্য়াশ ফর কোয়েশ্চেন' অভিযোগে লোকসভা থেকে বহিষ্কার করা হয় মহুয়া মৈত্রকে। সেই সময়ে আগাগোড়া তাঁর পাশে দাঁড়িয়েছে দল। মহুয়াকে ফের তাঁর পুরনো কেন্দ্র থেকে প্রার্থী করে তৃণমূল বুঝিয়েছে দিল্লির লড়াইয়ে মহুয়া মৈত্রের উপরেই পূর্ণ আস্থা রাখছে তারা। মমতা বন্দ্যোপাধ্যায়ও কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকেই শুরু করলেন প্রচার।  


সেখানেও মহুয়া মৈত্রের প্রশংসার সুর তাঁর গলায়। তিনি বলেন, 'মহুয়ার উপর অত্যাচার হয়েছে, লোকসভা থেকে তাড়িয়ে দিয়েছে। বিজেপির বিরুদ্ধে কথা বলত বলে মহুয়ার উপর অত্যাচার করেছে। মহুয়ার বৃদ্ধ বাবা-মাকেও ছাড়েনি, ফ্ল্যাটে তল্লাশি চালিয়েছে।'


 






মহুয়া মৈত্রের বিরুদ্ধে দাঁড়ানো বিজেপি প্রার্থীকে নিয়ে কড়া সমালোচনা মমতার গলায়। তাঁর তোপ, 'মহুয়ার বিরুদ্ধে যাকে দাঁড় করিয়েছে, তাঁর পরিবারের ইতিহাস ভুলে গেছেন? ইংরেজদের সাহায্য করে বাংলার স্বাধীনতা বিসর্জনে সহযোগিতা করেছিলেন? মোদিবাবু কি ইতিহাস ভুলে গেলেন।'


ED, CBI, NIA-এর মতো কেন্দ্রীয় এজেন্সিকে নিশানা করেছেন মমতা। তার পাশাপাশি কি নির্বাচন কমিশনকেও নিশানা করলেন মুখ্যমন্ত্রী? লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার পরপরই, প্রথমে রাজ্য পুলিশের ডিজি-র পদ থেকে রাজীব কুমার। তারপর এক দিনেই পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান ও বীরভূম জেলার জেলাশাসক পদে রদবদল করে নির্বাচন কমিশন। সেই প্রসঙ্গ টেনে, এদিন কি নির্বাচন কমিশনকেই নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়? ঘুরিয়ে তুলনা করলেন পুরোহিতের সঙ্গে? কী বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'যে বিয়ে করে পুরোহিত ও সে? বিয়ে কেউ দিয়ে দেয় নয়তো স্বামী-স্ত্রী গিয়ে করে। নির্বাচন করছে বিজেপি। এটা সেন্ট্রালের ইলেকশন, স্টেটের ইলেকশন নয়। স্টেটের ইলেকশনে ওটা করতে পারে না। সেন্ট্রালের ইলেকশন  যাদের তারাই নিজেদের জেতাবার জন্য়...। জিতবে না, বাংলায় গো হারা হারবে, এই কথাটা লিখে নিন।'


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   


আরও পড়ুন: দিনে কত ইউনিট বিদ্যুৎ তৈরি করে বাড়ির সোলার প্যানেল? চাহিদা মিটবে?