বলুন তো, সঞ্জয়ের বায়োপিকে তাঁর স্ত্রীর ভূমিকায় কে?
ABP Ananda, Web Desk | 22 Jan 2017 11:15 AM (IST)
মুম্বই: রাজকুমার হিরানি যে সঞ্জয় দত্তের বায়োপিকে হাত দিয়েছেন, সে কথা সকলেই জানে। সঞ্জয়ের ভূমিকায় থাকবেন রণবীর কপূর। এছাড়াও রয়েছেন অনুষ্কা শর্মা, সোনম কপূর ও দিয়া মির্জা। এখন অনেকেই ভাবছিলেন, ছবিতে সঞ্জয়ের স্ত্রীর ভূমিকায় কে। শোনা যাচ্ছে, এই চরিত্রের জন্য রাজু হিরানি ভেবেছেন নেহাকে। নেহার কথা মনে আছে? সেই যে, ‘করিব’-এ ববি দেওলের সঙ্গে যিনি ‘চোরি চোরি নজরে’ মিলিয়েছিলেন। ‘ফিজা’-য় ছিলেন হৃতিকের নায়িকা। আসল নাম শাবানা। শেষ ছবি করেছেন ৯ বছর আগে, ‘অ্যাসিড ফ্যাক্টরি’। মনোজ বাজপেয়ীকে বিয়ে করে আপাতত সংসার করছেন তিনি। সেই নেহাকেই নাকি হিরানির পছন্দ সঞ্জয়ের বর্তমান স্ত্রী মান্যতার চরিত্রে। তাহলে অনুষ্কা, সোনম? জানা গেছে, বায়োপিকে অনুষ্কা করছেন এক সাংবাদিকের রোল। আর সোনম সঞ্জয়ের জীবনের প্রথম দিকের এক প্রেমিকা। মাধুরী দীক্ষিত?