চেন্নাই: গত বছরের ৩০ অগাস্ট মুক্তি পেয়েছিল ‘সাহো’। এটাই ছিল ‘বাহুবলী’-খ্যাত প্রভাসের প্রথম হিন্দি ছবি। তাঁর বিপরীতে এই ছবিতে অভিনয় করেন শ্রদ্ধা কপূর। একইসঙ্গে হিন্দি, তেলুগু ও তামিল ভাষায় তৈরি ছবিটি বিশ্বজুড়ে বক্স অফিসে ৪৩৩ কোটি টাকার ব্যবসা করে। গত বছরের অন্যতম সেরা ছবি ছিল ‘সাহো’। এই ছবির বর্ষপূর্তি আজ। সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন প্রভাস। একইসঙ্গে তিনি এই ছবির যুক্ত প্রত্যেককে ধন্যবাদ জানিয়েছেন।


সুজিৎ রেড্ডি পরিচালিত এবং ইউভি ক্রিয়েশনস প্রযোজিত ‘সাহো’-তে প্রভাস ও শ্রদ্ধা ছাড়াও অভিনয় করেন জ্যাকি শ্রফ, নীল নিতিন মুকেশ, মন্দিরা বেদী, চাঙ্কি পাণ্ডে, মহেশ মঞ্জরেকর, অরুণ বিজয় ও মুরলী শর্মা। অপরাধ জগতের ক্ষমতা লড়াই দেখানো হয় ছবিটিতে।


এরপর প্রভাসের তিনটি ছবি মুক্তি পাবে। প্রথমটি হল ‘রাধে শ্যাম’। এই ছবিতে তাঁর বিপরীতে দেখা যাবে পূজা হেগড়েকে। দ্বিতীয় ছবিটি হল ‘আদিপুরুষ’ এবং পরের ছবির নাম এখনও ঠিক হয়নি। সেই ছবিতে প্রভাসের সঙ্গে অভিনয় করবেন দীপিকা পাড়ুকোন।