৩১ মার্চ মুক্তি পাচ্ছে ‘নাম শাবানা’, তার আগে জেনে নিন ছবির ১০টি গুরুত্বপূর্ণ তথ্য
ছবিতে অক্ষয় কুমারকে দেখা গেলেও, গল্পের প্রধান চরিত্র শাবানা, অর্থাৎ তাপসী। এর আগে- বেবি ছবিতে অক্ষয় প্রধান ভূমিকায় ছিলেন। তাপসী ছিলেন প্রায় ২০ মিনিট।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই ছবিতে প্রধান ভূমিকায় রয়েছেন তাপসী পন্নু। এখানে তাপসী একজন আন্ডারকভার এজেন্টর ভূমিকায় অভিনয় করছেন। বেবি-তেও তাপসীর অভিনয় প্রশংসিত হয়েছিল।
মনোজ এই ছবিতে গোয়েন্দা প্রধান রণবীর সিংহের ভূমিকায় অভিনয় করছেন। গল্প অনুযায়ী, এই রণবীরই শাবানাকে (তাপসী) নিজের এজেন্সিতে নিয়ে আসেন। এই ছবির আগে মনোজ বাজপেয়ী ও নীরজ পাণ্ডে একসঙ্গে ২৬টি ছবি করেছেন।
এই ছবিতে অভিনয় করেছেন দক্ষিণী অভিনেতা পৃথ্বীরাজ সুকুমারণ, যিনি বেবি-তেও ছিলেন।
বেবির মতো এই ছবিতেও কাউন্টার-টেররিজম টাস্ক ফোর্সের প্রধান ফিরোজ আলি খানের ভূমিকায় দেখা যাবে ড্যানিকে।
ছবিটি পরিচালনা করেছেন শিবম নায়ার। ছবিটি মুক্তি পাবে ৩১ মার্চ।
ওই ছোট সময়ে তাপসী যে অভিনয় দক্ষতা দেখিয়েছিলেন, তা এক কথায় দুরন্ত। সেই কারণেই তাঁকে এই ছবিতে রাখা হয়েছে। জানা গিয়েছে, এই ছবির জন্য তাপসী বিশেষ মার্শাল আর্ট প্রশিক্ষণও নিয়েছেন। এর আগে, পিঙ্ক ছবিতেও অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে বিশেষ ছাপ ফেলেছেন তাপসী।
চলতি সপ্তাহেই মুক্তি পেতে চলেছে ‘নাম শাবানা’। ২০১৫ সালে মুক্তি হওয়া ‘বেবি’ ছবির সিক্যুয়েল এই ছবি। বেবি ছবিটি দর্শকদের ভীষণ পছন্দ হয়েছিল। একইসঙ্গে বক্স অফিসে ভীষণই সাফল্যও পেয়েছিল। এবার দেখে নেওয়া যাক নাম শাবানা-র ১০টি গুরুত্বপূর্ণ তথ্য।
এই নিয়ে অক্ষয় ও অনুপম ২০টি ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন। দুই অভিনেতার অন-স্ক্রিন কেমিস্ট্র দর্শকদের ভীষণই পছন্দ।
নাম শাবানায় অভিনয় করেছেন অক্ষয় কুমার, মনোজ বাজপেয়ী, অনুপম খের, ড্যানি।
বেবির পরিচালক নীরজ পাণ্ডে এই ছবির প্রযোজক। ছবির শ্যুটিং মালয়েশিয়াতে হয়েছে। সেখানে কুয়ালা লামপুরের পেট্রোনাস টাওয়ার্স সহ বিভিন্ন জায়গায় শ্যুটিং হয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -