Manoj Kumar Sharma Biopic:  সমাজমাধ্যম জুড়ে বেশ কিছুদিন ধরেই চর্চা তুঙ্গে বিধু বিনোদ চোপড়ার (Vidhu Vinod Chopra) নতুন ছবি '12th Fail'কে ঘিরে। নেটিজেনদের মুখে মুখে কেবল মনোজ কুমার শর্মার আইপিএস অফিসার হওয়ার লড়াইয়ের কাহিনি। আর তার সঙ্গেই উঠে আসে মনোজের সঙ্গে শ্রদ্ধার প্রেমের অনুষঙ্গও। গত বছর ২৯ ডিসেম্বর ডিজনি প্লাস হটস্টারে (Disney+Hotstar) মুক্তি পেয়েছিল বিধু বিনোদ চোপড়ার এই ছবি। আর তারপর যেন সারা বিশ্বজুড়ে সাড়া ফেলে দিয়েছে ছবিতে মুখ্য ভূমিকায় বিক্রান্ত মেসির (Vikrant Massey) অভিনয়। সম্প্রতি ডিজনি হটস্টারের তরফে জানা গিয়েছে, ২০২৩ সালে মোস্ট ওয়াচড ছবির তালিকায় সবার প্রথমে উঠে এসেছে '12th Fail'-এর নাম।


এই ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার সময় থেকেই জনমানসে চর্চা শুরু হলেও, যেহেতু খুবই সীমিত সংখ্যক প্রেক্ষাগৃহে এই ছবিটি দেখা যাচ্ছিল, ফলে বিশাল অংশের মানুষ তা দেখতে পাননি। আর তাই ওটিটিতে আসার পরেই যেন এর জনপ্রিয়তা একবারে কয়েক ধাপ বেড়ে গিয়েছে। বক্স অফিসে ৫২ দিনে সারা বিশ্বজুড়ে ৬৭ কোটি টাকার ব্যবসা করার পর ওটিটির দুনিয়াতেও এই ছবি সেরার শিরোপায় ভূষিত।


ডিজনি হটস্টারের কনটেন্ট হেড গৌরব বন্দ্যোপাধ্যায় সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে, ওটিটিতে মুক্তি পাওয়ার মাত্র ৩ দিনের মাথায়, ২০২৩ সালের 'মোস্ট ওয়াচড' ছবির তালিকায় একেবারে শীর্ষে উঠে এসেছে 12th Fail। তিনি আরও বলেন, দর্শক যেভাবে এই ছবির সঙ্গে আত্মীয়তা বোধ করেছে, তা খুবই আশাপ্রদ। বিধু বিনোদ চোপড়ার নিজস্ব গল্প বলার ধরন এক্ষেত্রে অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু বলেই তিনি মনে করেন।


এ প্রসঙ্গে উল্লেখ্য, এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয়ের জন্য নির্বাচিত হয়ে সেট থেকে শ্যুটিংয়ের একটি ছবি পোস্ট করে বিক্রান্ত (Vikrant Massey) পরিচালক বিধু বিনোদ চোপড়াকে উদ্দেশ্য করে লিখেছিলেন, 'আমার অন্ধকার সুড়ঙ্গের শেষে অপেক্ষমান আলো', এক সাক্ষাৎকারে বিক্রান্ত জানিয়েছেন, ছবিতে একটি কান্নার দৃশ্য ছিল আর তার শ্যুটিংয়ের সময় পরিচালক কাট বললেও বিক্রান্ত কিছুতেই নিজেকে থামাতে পারেননি। চরিত্রের সঙ্গে একাত্ম হয়ে সেই কান্না যেন তাঁর নিজেরও কান্না হয়ে উঠেছিল।


আইপিএস অফিসার (IPS Officer) মনোজ কুমার শর্মা আর আইআরএস অফিসার শ্রদ্ধা যোশীর সত্য ঘটনা অবলম্বনে লিখিত অনুরাগ পাঠকের উপন্যাস '12th Fail' কে ঘিরেই গড়ে উঠেছে এই ছবি। ২০২৩ সালের ২৭ অক্টোবর এই ছবিটি সারা দেশ জুড়ে হিন্দি, তামিল, তেলুগু এবং কন্নড় ভাষায় মুক্তি পায়। তারপর ডিসেম্বর মাসে মুক্তি পায় ওটিটিতে। আর তারপর থেকেই ওটিটি দুনিয়ায় ঝড় তুলেছে বিক্রান্ত মেসি অভিনীত এই ছবি।