মুম্বই: সালটা ১৯৯৯। তখন কেরিয়ারের চূড়ায় অভিনেত্রী কাজল। সকলকে চমকে দিয়ে অভিনেতা অজয় দেবগণের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন তিনি। কিন্তু, কেন এমন সিদ্ধান্ত নিয়েছিলেন কাজল? প্রশ্নটা সেই সময় তাঁর অগণিত ভক্তকে তাড়া করে বেরিয়েছিল।
দীর্ঘ ১৭ বছর পর, সেই রহস্যের ওপর থেকে পর্দা ওঠালেন অভিনেত্রী নিজে। জানালেন, পেশাদার জীবনের ধকল থেকে ক্ষণিকের বিশ্রাম এবং অতিরিক্ত চাপ থেকে রেহাই চেয়েছিলেন তিনি।
বর্তমানে সুখে দাম্পত্য জীবন কাটাচ্ছেন কাজল-অজয়। এক কন্যা (নিসা) এবং এক পুত্রের (যুগ) জননী তিনি। ২০০৩ সালে মেয়ের জন্ম হয়। তারপর কিছু ছবিতে অভিনয় করেন কাজল।
যেমন ‘ফানা’, ‘ইউ মি অউর হম’, ‘মাই নেম ইজ খান’, ‘উই আর ফ্যামিলি’ এবং ‘টুনপুর কা সুপারহিরো’। তাঁর অভিনীত শেষ ছবি শাহরুখ খানের বিপরীতে ‘দিলওয়ালে’।
কাজল জানান, তিনি সিদ্ধান্ত নিয়েইছিলেন যে বিয়ের পর বছরে একটা করে ছবি করবেন। অভিনেত্রীর মতে, সেই সময় ওটাই সঠিক সিদ্ধান্ত ছিল।
তিনি বলেন, ইন্ডাস্ট্রিতে ইতিমধ্যেই আমার সাড়ে আট থেকে ৯ বছর অতিক্রান্ত হয়েছিল। তাই তখন মনে হল, এবার আমার একটু চাপ কমানোর প্রয়োজন।
তিনি যোগ করেন, সেই সময় আমি বছরে চার-পাঁচটি ছবি করতাম। আমি নিজের জন্য সেই জীবন চাইনি। চাইনি যে আমার জীবনে শুধু অভিনয় থাকুক, আর কিছু নয়। তখনই আমি সিদ্ধান্ত নিলাম, বিয়ে করে জীবনটাকে অন্য খাতে নিয়ে যাব। অভিনেত্রী জানান, তিনি নিশ্চিত ছিলেন, বিয়ে করলে তিনি সুখী হবেন।
কেন কেরিয়ারের শিখরে বিয়ে করেছিলেন, খোলসা করলেন কাজল
Web Desk, ABP Ananda
Updated at:
01 Sep 2016 09:53 AM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -