রায়পুর: ছত্তিশগড়ের বালোদাবাজারে গোশালায় দম বন্ধ হয়ে মৃত্যু ১৮টি গরুর। জেলা কালেক্টর জনক প্রসাদ যাদব জানান, রোহাসি গ্রামের ওই শেল্টার হোম থেকে ১৮টি গরুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
স্থানীয় প্রশাসনের কাছে খবর পৌঁছয় যে কিছু মৃত গরুকে কবর দেওয়ার জন্য চুপিসাড়ে স্থানান্তর করা হচ্ছে। হানা দিয়ে ১৮টি মৃত গরু উদ্ধার করা হয়। জানা গিয়েছে, কিছু গবাদি পশু তাঁদের খেতের ক্ষতি করছে বলে অভিযোগ করেন কয়েকজন গ্রামবাসী। নিজেদের মধ্যে সমাধানসূত্রে সিদ্ধান্ত নেওয়া হয়, গরুগুলিকে আটকে রাখা হবে।
সেইমতো, একটি ঘরে ১৮টি গরুকে আটকে রাখা হয়। কয়েকদিন পর ওই ঘর থেকে দুর্গন্ধ বের হওয়ায় খুলে দেখা যায় যে, ১৮টি গরু মরে পড়ে রয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, বদ্ধ ঘরে দম বন্ধ হয়ে মৃত্যু হয়েছে ওই গরুগুলির।
ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। এদিকে, গভীর গর্ত করে মৃত গরুগুলিকে কবর দেওয়া হয়েছে।