নয়াদিল্লি: ২০১৯-এর লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে শুধু দেশেই নয়, বিদেশেও সরব হতে চলেছেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। এ মাসের ১৪ তারিখ হায়দরাবাদের ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের উদ্দেশে ভাষণ দেবেন। এরপর ২৪ তারিখ লন্ডন স্কুল অফ ইকনমিক্সেও ভাষণ দেবেন তিনি।


এর আগে এ বছরেরই ৮ মার্চ সিঙ্গাপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়ের লি কুয়ান ইউ স্কুল অফ পাবলিক পলিসিতে ভাষণ দেন রাহুল। সেখানে অবশ্য অর্থনীতিবিদ পি কে বসু ভারতের অর্থনীতিতে গাঁধী পরিবারের অবদানের বিষয়ে প্রশ্ন করে কংগ্রেস সভাপতিকে বিড়ম্বনায় ফেলে দেন। সেই ভিডিও ভাইরাল হয়। তাতে অবশ্য দমে যাননি রাহুল। সংসদে এবং সংসদের বাইরে তিনি নিয়মিত বিভিন্ন ইস্যুতে বিজেপি, আরএসএস ও মোদী সরকারকে আক্রমণ করে চলেছেন। এরই সঙ্গে সঙ্গতি বজায় রেখে দেশ-বিদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর।

তবে ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান নিয়ে সংশয় তৈরি হয়েছে। সূত্রের খবর, তেলঙ্গানা সরকারের চাপে আইন-শৃঙ্খলা ও পড়াশোনার ক্ষেত্রে সমস্যা হওয়ার কথা উল্লেখ করে এই অনুষ্ঠানের অনুমতি না-ও দিতে পারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যদিও প্রদেশ কংগ্রেস নেতাদের দাবি, তাঁদের কাছে এরকম কোনও খবর নেই। তাঁরা এই অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছেন।