মুম্বই: ২০ বছর পার ভুবন গৌরি ও এলিজাবেথের ত্রিকোণ প্রেমের গল্প। আজ আমির খান, গ্রেসি সিং, ও রাচেল শেলি অভিনীত 'লগান' ছবির ২০ বছর পূর্তি হল। বক্স অফিসে চূড়ান্ত সাফল্য পেয়েছিল এই ছবি। এমনকি সামিল হয়েছিল অস্কারের দৌড়েও। এতদিন পরেও অভিনেতার মনে তরতাজা ছবির শ্যুটিং-এর বিভিন্ন গল্প।


'লগান' -এর কথা বলতে গিয়ে আমির বলছেন, 'আমার কাছে যদি 'লগান' ছবির রিমেক তৈরি করার অফার আসত, আমি কখনোই তা করতাম না। এই ধরনের ছবি একবারই তৈরি হয়। আমার সেই ছবিতে দ্বিতীয়বার অভিনয় করার সাহস নেই।' প্রসঙ্গত, তাঁর অভিনীত কোনও কাজের রিমেক করতে সাধারণত পছন্দ করেন না আমির। 


ছবিটি বানানো নিয়ে উৎসাহিত ছিল গোটা টিম। 'লগান'-ই হল তৃতীয় ছবি যেটি অস্কারের দৌড়ে নাম লিখিয়েছি। Best Foreign Feature Film ক্যাটেগরিতে মনোনীত হয়েছিল এই ছবি। আমির বলছেন, 'গোটা ছবি জুড়েই এত ছোট ছোট স্মৃতি রয়েছে, কোনও একটা বিশেষ স্মৃতি মনে করা খুূ মুশকিল।'


ছবিতে ভিলেনের ভূমিকায় অভিনয় করেছিলেন পল ব্ল্যাকথ্রোন। আমির বলছেন, 'অফ ক্যামেরা পল ভীষণ আমুদে মানুষ। সবসময় হাসিখুশি থাকে। আমাদের সবার জন্য একটাই বিশাল বড় মেক আপ রুম ছিল। সেখানেই আমরা সবাই তৈরি হতাম। পল সেখানে সবসময় মজার কথা বলত। সবাইকে মাতিয়ে রাখত। আমরা সবাই যখন মেক আপ করতাম, পল জোরে জোরে 'উইনি দ্য পুহ' পড়ত। সকালবেলা উঠে পলের মুখে সেই 'উইনি দ্য পুহ' শোনা আমাদের অভ্যাস হয়ে গিয়েছিল। 


আমির বলছেন, '৬ মাস ধরে আমাদের শ্যুটিং চলেছিল। আমরা সকালে উঠে বাসে করে শ্যুটিং স্পটে যেতাম গায়ত্রী মন্ত্র শুনতে শুনতে। সেটাই আমাদের অভ্যাস হয়ে গিয়েছিল। অনেকে আবার স্পিকারে চালিয়ে দিত। অদ্ভুত একটা কাজ করার উৎসাহ পেতাম তাতে।'


আমির জানাচ্ছেন, লগান ছবিটির একটি হোয়াটসঅ্যাপ গ্রুপও ছিল তাঁর। সেখানে সবার সঙ্গেই যোগাযোগ ছিল। কিন্তু ৬ মাস আগে ফোন ব্যবহার করা ছেড়ে দেন আমির। তারপর থেকে আর কারো সঙ্গেই যোগাযোগ নেই।