মস্কো : করোনা ভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে অন্য যে কোনও ভ্যাকসিনের থেকে অনেক বেশি কার্যকর রাশিয়ার তৈরি ভ্যাকসিন স্পুটনিক ভি। এমনই দাবি জানাল রাশিয়ান ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক। উল্লেখ্য, ভারতেই প্রথম এই ভ্যারিয়েন্টের হদিশ মেলে।


RDIF-এর তরফে ট্যুইট করে জানানো হয়েছে, অন্য যে কোনও ভ্যাকসিনের থেকে ডেল্টা ভ্যারিয়েন্টের উপর বেশি কার্যকর স্পুটনিক ভি। প্রসঙ্গত, করোনার যেসব ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বেগ রয়েছে, তার মধ্যে এই ডেল্টা ভ্যারিয়েন্টকে চতুর্থ স্থানে তালিকাভুক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভ্যারিয়েন্টের জেরে ভারতে করোনার দ্বিতীয় ঢেউ এসেছে। শুধু তাই নয়, এর প্রভাবে পড়েছে বিশ্বের আরও অনেক দেশে।


এপ্রসঙ্গে উল্লেখ করা যেতে পারে, করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বেগের জেরে ইংল্যান্ডে করোনার বিধি-নিষেধের মেয়াদ ১৯ জুলাই পর্যন্ত বাড়ানোর কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। ২১ জুন এই বিধি-নিষেধ তুলে নেওয়ার কথা ছিল প্রাথমিকভাবে।


১০ ডাউনিং স্ট্রিটে সাংবাদিক বৈঠকে জনসন বলেন, ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়ে আমরা খুবই চিন্তিত। তৃতীয় ঢেউয়ের থেকেও দ্রুত এটা ছড়িয়ে পড়ছে।  প্রতি সপ্তাহে প্রায় ৬৪ শতাংশ করে সংক্রমণ বাড়ছে। এছাড়া যেসব এলাকা বেশি সংক্রমিত, সেখানে প্রতি সপ্তাহে এটা দ্বিগুণ হারে বাড়ছে। প্রতি সপ্তাহে হাসপাতালে ভর্তির হার গড়ে ৫০ শতাংশ করে বাড়ছে। উত্তর-পশ্চিমের ক্ষেত্রে এই হারটা ৬১ শতাংশ। 


গত সপ্তাহেই WHO-এর ডিরেক্টর জেনারেল টেড্রোস অ্যাডানম গেব্রিয়েসাস বলেছিলেন, ডেল্টা ভ্যারিয়েন্ট সহ বিশ্বজুড়ে যেসব ভ্যারিয়েন্ট থেকে সংক্রমণ ছড়ানোর উদ্বেগ রয়েছে, সেখানে যাঁদের টিকাকরণ হয়নি তাঁদের ক্ষেত্রে বিধি-নিষেধ তুলে নিলে তা বিপজ্জনক প্রমাণিত হতে পারে।


প্রসঙ্গত, আলফা ভ্যারিয়েন্টের থেকেও বেশি সংক্রামক করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট। ইংল্যান্ডের কেন্টে প্রথম আলফা ভ্যারিয়েন্টের হদিশ মেলে। সার্স-কোভ-২ জেনোমিক কনসর্টিয়া এবং ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের বিজ্ঞানীরা গবেষণা করে ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ ক্ষমতার বিষয়টি পর্যবেক্ষণ করেছেন। উল্লেখ্য, গত মাসে WHO জানিয়েছিল, গত বছর অক্টোবরে ভারতে প্রথম এই ভ্যারিয়েন্ট পাওয়া গিয়েছিল।