২০১৬ নায়িকাদের অসামান্য পারফরম্যান্সের বছর: আলিয়া ভট্ট
ABP Ananda, Web Desk | 06 Dec 2016 12:22 PM (IST)
মুম্বই: বছরের শেষে তিনি উপহার দিয়েছেন ‘ডিয়ার জিন্দেগি’। আর তার মাসকয়েক আগে ‘উড়তা পঞ্জাব’। আলিয়া ভট্ট বলছেন, এ বছরটা বলিউড অভিনেত্রীদের অসামান্য পারফরম্যান্সের জন্য স্মরণীয় হয়ে থাকবে। আলিয়া ‘উড়তা পঞ্জাব’-এর জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন। এছাড়াও স্টার প্লাস কি নয়ি সোচ পুরস্কারও গেছে তাঁর ঝুলিতে। আলিয়া বলেছেন, দুই পুরস্কারে তিনি খুশি। এছাড়া সোনম কপূর, তাপসী পান্নু, অনুষ্কা শর্মা-সকলেই এ বছর দুর্দান্ত পারফর্ম করেছেন। এ ধরনের অসামান্য শক্তিশালী অভিনয়ের জন্য এ বছরটা অভিনেত্রীদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। আলিয়া জানিয়েছেন, এই অভিনেত্রীদের থেকে প্রেরণা পান তিনি। তাঁর আশা, তাঁরা সকলে পরস্পরকে প্রেরণা জোগাবেন। এর পরে তাঁকে দেখা যাবে বরুণ ধবনের বিপরীতে ‘বদ্রীনাথ কি দুলহনিয়া’ ও রণবীর কপূরের সঙ্গে ‘ড্রাগন’ ছবিতে।