কান (ফ্রান্স): পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্য়মে শেষ হল এবছরের কান চলচ্চিত্র উৎসব। এবছরের সেরা ছবি ও অভিনেতাদের নাম ঘোষণা করে উৎসবের জুরি।
এবছর, জুরি বোর্ডের শীর্ষে ছিলেন স্পাইক লি। সদস্যদের মধ্যে ছিলেন পরিচালক মাতি ডিয়োপ, সঙ্গীতশিল্পী মাইল্যান ফার্মার, অভিনেত্রী তথা পরিচালক ম্যাগি জাইলেনহাল, লেখিকা তথা পরিচালক জেসিকা হাউসনার, অভিনেত্রী তথা পরিচালক মেলানি লরাঁ, লেখিকা তথা পরিচালক ক্লেবার মেন্ডোন্সা, ফিলহো, অভিনেতা তাহর রহিম এবং সং কাং হো।
এবারের কান চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ঐতিহাসিক জয় ছিনিয়ে আনলেন ফরাসি পরিচালক জুলিয়া ডুকুরনাও। তাঁর 'তিতান' (ইংরেজি অর্থ টাইটেনিয়াম) ছবি এবছর জিতে নিল পাল্ম্ দ'র পুরস্কার।
প্রসঙ্গত, কান চলচ্চিত্র উৎসবের ইতিহাসে, জুলিয়া হলেন দ্বিতীয় মহিলা পরিচালক যিনি এই সেরার শিরোপা পেলেন। তাঁর আগে , ১৯৯৩ সালে 'পিয়ানো' ছবির জন্য এই পুরস্কার জিতেছিলেন জেন ক্যাম্পিয়ন।
করোনা অতিমারীর জন্য গত বছর কান চলচ্চিত্র উৎসব বাতিল হয়েছিল। তার আগের বছর, অর্থাৎ ২০১৯ সালে শেষবার কোনও ছবি পাল্ম্ দ'র পুরস্কার জিতেছিল। সেবার পুরস্কার জিতেছিল বং জুন হো-র ছবি 'প্যারাসাইট'।
এক ঝলকে দেখে নেওয়া যাক এবারের বিজয়ী তালিকা---
পাল্ম্ দ'র - 'তিতান' ছবির জন্য জুলিয়া ডুকুরনাও
গ্রাঁ প্রি - 'আ হিরো' ছবির জন্য আশগার ফারহাদি (ইরান) ও 'কম্পার্টমেন্ট নম্বর ৬'- এর জন্য ইয়ুহো কুয়োসমানেন (ফিনল্যান্ড)
সেরা পরিচালক - 'আনেত' ছবির জন্য লিওস কারাক্স (ফ্রান্স)
সেরা অভিনেত্রী - 'ওয়ার্স্ট পার্সন অন দ্য ওয়ার্ল্ড'- এর জন্য রেনাত রাইনস্ব (নরওয়ে)
সেরা অভিনেতা - 'নিত্রম' ছবির জন্য কালেব লন্দ্রি জোন্স (মার্কিন যুক্তরাষ্ট্র)
সেরা চিত্রনাট্য - 'ড্রাইভ মাই কার'-এর জন্য হামাগুচি রিয়ুসিকে ও তাকামাসা ওয়ে (জাপান)
বিশেষ জুরি পুরস্কার - 'আহেদ'স নি' ছবির জন্য নাদাভ লাপিদ (ইজরায়েল) ও 'মেমোরিয়া' ছবির জন্য আপিচাপং বীরাসেতাকুল (তাইল্যান্ড)
সেরা স্বল্প দৈর্ঘ্যের ছবি নির্বাচিত হয়েছে হংকংয়ের 'অল দ্য ক্রোজ ইন দ্য ওয়ার্ল্ড'