মুম্বই: মহারাষ্ট্রে প্রবল বৃষ্টির জের। মুম্বইয়ে দুটি পৃথক ঘটনায় ২৪ জনের মৃত্যু হয়েছে। গতকাল চেম্বুরে ঝুপড়ির ওপর দেওয়াল ভেঙে পড়ে মৃত্যু হয়েছে ১৭ জনের। অন্যদিকে, আজ ভোরে ভিকরৌলি এলাকায় বাড়ি ধসে ৭ জনের মৃত্যু হয়েছে।
প্রবল বৃষ্টির জেরে চেম্বুরের ভরত নগর অঞ্চলে দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয়েছে অন্তত ১৭ জনের। জানা গিয়েছে, দেওয়াল লাগোয়া কয়েকটি ঝুপড়ি ছিল। সেগুলির ওপরই আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে দেওয়ালটি।
প্রথমে খবর পেয়ে সেখানে পৌঁছয় বৃহন্মুম্বই পুরসভার কর্মীরা ও দমকল বাহিনী। তারাই সেখান থেকে প্রথমে দেহগুলি উদ্ধার করে। হতাহতদের পুরসভা পরিচালিত রাজওয়াড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখানে ১৭ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। আহত ২ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। এখনও পর্যন্ত সেখান থেকে ১৯ জনকে উদ্ধার করা হয়েছে।
অন্যদিকে, আজ ভোরে ভিকরৌলি এলাকায় বাড়ি ধসে ৭ জনের মৃত্যু হয়েছে। ঘটনায় আহত হয়েছেন ২ জন। এর পাশাপাশি, মুম্বইয়ে আরও ৮-৯টি জায়গা থেকে দেওয়াল ধসে পড়ার খবর মিলেছে। যদিও, সেখানে হতাহতের খবর মেলেনি।
এই জোড়া ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাষ্ট্রপতি তাঁর শোকবার্তায় বলেন, মুম্বইয়ের চেম্বুর ও বিক্রোলি অঞ্চলে ভারী বৃষ্টির পরে ঘটনায় বহু হতাহতের খবর পেয়ে গভীর শোকাহত। আমি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং সুষ্ঠু ত্রাণ ও উদ্ধার কাজের জন্য কামনা করছি।
শোকপ্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন, মুম্বইয়ের চেম্বুর এবং বিক্রোলিতে দেয়াল ধসের কারণে প্রাণহানিতে শোকাহত। এই দুঃখের মুহূর্তে, শোকসন্তপ্ত পরিবারকে আমার সমবেদনা। যাঁরা আহত হয়েছেন তাঁরা দ্রুত সুস্থ হয়ে উঠুক, এই প্রার্থনা করছি।
এরসঙ্গেই, তিনি আর্থিক ক্ষতিপূরণের ঘোষণাও করেন। পিএমও থেকে জানানো হয়, প্রধানমন্ত্রী জাতীয় বিপর্যয় ত্রাণ তহবিল থেকে নিহতদের নিকটাত্মীয়কে ২ লক্ষ টাকা, ও আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে।
ক্ষতিপূরণের ঘোষণা করেছেন মহারাষ্ট্রর মুখ্য়মন্ত্রী উদ্ধব ঠাকরেও। নিহতদের নিকটাত্মীয়কে ৫ লক্ষ টাকা করে দেওয়া হবে বলে জানান তিনি। আহতদের বিনামূল্য চিকিৎসার ব্যবস্থা করা হবে বলেও ঘোষণা করা হয়। এদিন চেম্বুরের ঘটনাস্থল পরিদর্শন করেন আদিত্য ঠাকরে।
কয়েকদিন ধরেই মুম্বইতে অতিভারী বৃষ্টি হচ্ছে। মুম্বইতে লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। শহরের বহু জায়গা জলমগ্ন। লাগাতার বর্ষণে স্বাভাবিক জীবনযাপন একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে। চারদিকে জল থৈ থৈ। রেললাইন জলের তলায় থাকায় বন্ধ রয়েছে লোকাল ট্রেন পরিষেবা।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ২৪-ঘণ্টায় মুম্বই ও সংলগ্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। কয়েকটি জায়গায় অত্যন্ত ভারী বৃষ্টির সতর্কতাও রয়েছে।