কলকাতা: তাঁর সঙ্গে একাধিক সম্পর্কের গুঞ্জন। কখনও সারা আলি খান (Sara Ali Khan) তো কখনও সারা তেন্ডুলকর (Sara Tendulkar)... শুভমন গিলের (Subhman Gill) সঙ্গে এক এক সময়, এক এক জনের নাম জড়িয়েছে। তবে কোনও সম্পর্কেই শিলমোহর দেননি তিনি। সদ্য শোনা গিয়েছিল, ঋদ্ধিমা পণ্ডিতের কথাও। শোনা গিয়েছিল, ঋদ্ধিমা পণ্ডিতের সঙ্গে নাকি চুপি চুপি বাগদানও সেরে ফেলেছেন শুভমন। তবে সেই নিয়েও শুভমন কখনও মুখ খোলেননি। তবে এবার নতুন সম্পর্কের জল্পনা শুভমনকে নিয়ে! তাঁর সঙ্গে নাম জড়াল পাঞ্জাবি নায়িকা ও নেটপ্রভাবি অভনীত কৌর (Avneet Kaur)-এর! ঠিক কী হয়েছে?
সদ্যই দুবাইতে ভারতের ম্যাচ দেখতে মাঠে গিয়েছিলেন অভনীত। আগে থেকেই শুভমনের সঙ্গে অভনীতের প্রেমের জল্পনা ছিল। আর এবার, অভনীতের মাঠে যাওয়া যেন সেই জল্পনা আরও উস্কে দিল। তবে শুভমনের খেলা দেখার জন্যই মাঠে পৌঁছে গিয়েছিলেন অভনীত? উত্তর অজানা। নিজের ব্যক্তিগত জীবন আড়ালেই রাখতে চান শুভমন। যদিও সারা তেন্ডুলকরের সঙ্গে সম্পর্ক তিনি প্রায় স্বীকার করে নিয়েছিলেন। নাম না নিয়েও শুভমন জানিয়েছিলেন যে তিনি প্রেম করছেন। তবে সেই সম্পর্ক নিয়ে এখনও অনেকের সন্দেহ রয়েছে। অনেকেই মতেই, সারার সঙ্গে শুভমনের প্রেমটা আর নেই। নতুন নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন শুভমন। তবে সেই নারী কে, তা নিয়ে অবশ্য এখনও ধোঁয়াশা রয়েছে।
যদিও চ্যাম্পিয়ান্স ট্রফির ফাইনালের দিন দুবাইয়ের মাঠে হাজির ছিলেন না অভিনীত। নিজের বাড়িতেই ছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় অভনীত শেয়ার করে নিয়েছেন সেই ছবি। শেষ বলে রবীন্দ্র জাডেজা চার মারার পরেই লাফিয়ে ওঠেন অভনীত। ভারত জেতার উচ্ছ্বাস তিনি যেন ছড়িয়ে দিতে চান। সোশ্যাল মিডিয়ায় অনেকেই অভনীতের সোশ্যাল মিডিয়ায় জয়ের খুশি উজাড় করে দিয়েছেন। অভনীত লিখেছেন, 'আমরা জিতে গিয়েছি...'
সদ্যই অনুরাগীদের ধন্দে ফেলে দিয়েছিলেন অভনীত কৌর। সোশ্যাল মিডিয়ায় তিনি শেয়ার করে নিয়েছিলেন আংটি পরা ছবি। অনেকেই মনে করেছিলেন, তাঁর বিয়ে হয়ে গিয়েছে। তবে তা আদৌ সত্যি নয়।
আরও পড়ুন: Rupsa Shayandeep: আগুন ধরিয়ে দিতেই... অভিনব উপায়ে ছেলের নাম প্রথম প্রকাশ্যে আনলেন রূপসা সায়নদীপ