কলকাতা: তাঁদের বিবাহ, বিবাহের পরে সন্তানের জন্ম... সবকিছু নিয়েই তৈরি হয়েছিল বিতর্ক। কিন্তু সেই সমস্ত কিছুতে কান দিতে নারাজ তাঁরা। নিজেদের জীবন নিয়ে ব্যস্ত তাঁরা। রূপসা চট্টোপাধ্যায় ও সায়নদীপ সরকার। সদ্য পুত্রসন্তানের মা বাবা হয়েছেন তাঁরা। এর আগে পুত্রসন্তানের ছবিও শেয়ার করে নিয়েছেন তাঁরা। তবে আড়ালে রেখেছেন নবজাতকের মুখ। তবে এবার নবজাতকের নাম প্রকাশ্যে আনলেন রূপসা ও সায়নদীপ। তাও অভিনব পদ্ধতিতে।
রূপসা আজ শেয়ার করে নিয়েছেন একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে রূপসাদের ফ্ল্যাটের দরজা। সেখানে দেখা যাচ্ছে, প্রত্যেকের নাম লেখা। তবে একটি নাম সাদা কাগজ দিয়ে আড়াল করা। সেই কাগজে প্রদীপ দিয়ে আগুন ধরিয়ে দিচ্ছেন রূপসা। কাগজটা পুড়ে যাওয়ায় বেরিয়ে আসছে আড়ালে থাকা নামটা। অগ্নিদেব সরকার। অর্থাৎ রূপসা ও সায়নদীপ তাঁদের ছেলের ভাল নাম রেখেছেন অগ্নিদেব। সেই নামই আজ প্রকাশ্যে আনলেন তাঁরা।
বিয়ের একমাস পরেই সুখবর দিয়েছিলেন রূপসা। মা হতে চলেছেন তিনি। এরপরেও কখনোই সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ছবির প্রচার.. সব জায়গাতেই প্রকাশ্যে এসেছেন রূপসা। কখনও তাঁকে দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ায় তিনি গানের তালে নাচ করছেন, কখনও আবার তিনি ছবির প্রচার করছেন। সদ্য মুক্তি পাচ্ছে 'বিনোদিনী' ছবিটি। আর সেই ছবিতেই একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রূপসা। সেই ছবির প্রচারেই সদ্য প্রকাশ্যে এসেছিলেন তিনি। সঙ্গে ছিলেন সায়নদীপ। সেখানে এসে, ছবি নিয়ে কথা বলেছিলেন তিনি।
কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় যে ফটোশ্যুট প্রকাশ্যে এসেছিল, সেখানে দেখা গিয়েছিল, রূপসার পরণে হালকা নীল ডেনিম। চওড়া কালো হেয়ারমব্যান্ডে ঢাকা কপাল। সাদা শার্টের ফাঁকে উঁকি দিচ্ছে উন্মুক্ত বেবিবাম্প। সঙ্গে রয়েছেন সায়নদীপ। চারিপাশে ছড়ানো রয়েছে বেলুন। আর কখনও সেই বেলুন নিয়ে ফটেশ্যুট করছেন তাঁরা। কখনও আবার বেবিবাম্পকে ঘিরে এঁকে দিচ্ছেন হৃদয়ের চিহ্ন। সোশ্যাল মিডিয়ায় এই ফটোশ্যুট প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়ে গিয়েছিল। অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন।
আরও পড়ুন: Govinda: 'আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নিজে চড় মারতে ইচ্ছে করছিল...', কী হয়েছিল গোবিন্দর সঙ্গে?