মুম্বই: অনিল কপূর ও শ্রীদেবীর ‘মিস্টার ইন্ডিয়া’ সিনেমার ৩২ বছর পূর্ণ হল। এই উপলক্ষ্যে পরিচালক শেখর কপূর বলেছেন, এই সিনেমা কখনও পুরানো হতে পারে না। অন্যদিকে, অনিল কপূর বললেন, এই সিনেমা প্রয়াত স্টান্ট ডিরেক্টর বীরু দেবগনকে উৎসর্গ করতে চান।


অনিল কপূরের ট্যুইট- ‘শিশুদের পক্ষে উপযুক্ত অ্যাকশন দৃশ্য ও বীরু দেবগনের জাদু স্পর্শে মিস্টার ইন্ডিয়া আইকনিক হয়ে উঠেছিল। আমি এই সিনেমার ৩১ তম বর্ষপূর্তি সেই মানুষকে উত্সর্গ করতে চাই যিনি এই অবস্মরণীয় মুহূর্তগুলির নির্মাণ করেছিলেন। দুরন্ত ব্যক্তিত্ব ছিলেন বীরু দেবগন এবং তাঁর সঙ্গে কাজ করতে পেরে আমি ভাগ্যবান। তাঁর অভাব অনুভব করছি..’।




গত সোমবার বলিউড অভিনেতা অজয় দেবগনের বাবা বীরু দেবগন ৮৫ বছর বয়সে প্রয়াত হয়েছেন।

শেখর ওই সিনেমার ছবির একটি কোলাজ পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ৩২ বছর পরও ‘মিস্টার ইন্ডিয়া’ এখনও প্রাসঙ্গিক।