নয়াদিল্লি: বিদেশে বেআইনি সম্পত্তি ক্রয় সংক্রান্ত অর্থপাচার মামলায় আজ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) দফতরে হাজিরা দিলেন কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গাঁধীর স্বামী রবার্ট বঢরা। আজ সকাল সাড়ে দশটা নাগাদ তাঁকে ইডি দফতরে পৌঁছে দেন প্রিয়ঙ্কা। রবার্টের দাবি, রাজনৈতিক কারণে তাঁকে হেনস্থা করা হচ্ছে।
এর আগেও এই মামলায় একাধিকবার রবার্টকে জেরা করেছে ইডি। এবার তাঁকে হেফাজতে নিতে চাইছেন তদন্তকারীরা। তাঁর অন্তর্বর্তী জামিনের বিরোধিতা করে গতকাল আদালতের দ্বারস্থ হয় ইডি। বিদেশযাত্রার আবেদনেরও বিরোধিতা করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। বিচারপতি অরবিন্দ কুমার জানান, ৩ জুন এ বিষয়ে রায় দেবেন।
অর্থপাচার মামলায় ইডি দফতরে হাজিরা রবার্টের
Web Desk, ABP Ananda
Updated at:
30 May 2019 02:03 PM (IST)
রবার্টের দাবি, রাজনৈতিক কারণে তাঁকে হেনস্থা করা হচ্ছে।
ছবি সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -