মুম্বই: হিন্দি ছবির দুনিয়ায় একটাই সত্যিকারের পরিবর্তন দেখতে পান তিনি। তা হল, আরও বেশি সংখ্যায় মহিলা ছবির সেটে কাজ করতে আসছেন। তাঁর সময়ের তুলনায় সংখ্যাটা চোখে পড়ার মত বেশি। জানালেন অমিতাভ বচ্চন।
বিগ বি জানিয়েছেন, তাঁর য়ৌবনে দজনের বেশি মহিলা সেটে থাকতেন না- একজন নায়িকা, অপরজন তাঁর মা। কিন্তু এখন সেটকর্মীদের মধ্যে ৫০ ভাগই অল্পবয়সি মেয়ে। সমস্ত কিছুর খেয়াল রাখছেন তাঁরাই। কন্টিনিউইটি, ক্যামেরা, প্রোডাকশন- সব কিছু এখন মেয়েদের হাতে। ভারতীয় সিনেমার ১০০ বছর উপলক্ষ্যে একটি বইয়ের উদ্বোধনে এসে এ কথা বলছিলেন অমিতাভ। যতটা আন্তরিকভাবে মেয়েরা ছবির সব কাজ সামলাচ্ছেন তার প্রশংসা করেন তিনি। তাঁর মতে, এর ফলে অভিনেতা-অভিনেত্রীদের কাজ অনেক সহজ হয়ে গেছে। এই মেয়েদের ওপর অনেকাংশে নির্ভর করতে হয় তাঁদের। এঁরা এতই দক্ষ কর্মী, যে তাঁদের মনে হয়, এঁরা কোনও ভুল করতেই পারেন না। কোন সিনে কী পোশাক পরবেন, সিনের কন্টিনিউইটি- কিছু নিয়েই মাথা ঘামাতে হয় না অভিনেতা-অভিনেত্রীদের- শুধু ক্যামেরার সামনে ডায়ালগটুকু বললেই হল।
সিনিয়র বচ্চন জানাচ্ছেন, তাঁদের সময়ে এই সব কিছুর খেয়াল তাঁদেরই রাখতে হত। শুধু টেকনিক্যাল বিভাগেই নয়, যেভাবে মেয়েরা স্ক্রিপ্ট লেখা ও পরিচালনায় আসছেন, তারও প্রশংসা করেছেন তিনি।
ছবির সেটে কর্মরতদের সিংহভাগই মহিলা: অমিতাভ বচ্চন
ABP Ananda, Web Desk
Updated at:
19 Jan 2017 03:02 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -