নয়াদিল্লি: বড় পর্দায় আর ঝলসাবে না তাঁর ভুবনমোহিনী রূপ। তাঁর অভিনয়ের সামনে আর ফিকে দেখাবে না সহ শিল্পীদের। সেই ফেব্রুয়ারি মাসে ছবির দুনিয়া ছেড়ে চিরতরে চলে গিয়েছেন শ্রীদেবী। আজ জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে তাঁকেই দেওয়া হল সেরা অভিনেত্রীর সম্মান।
মম ছবির জন্য সেরা অভিনেত্রীর স্বীকৃতি দেওয়া হল শ্রীদেবীকে। সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে অসমীয়া ছবি ভিলেজ রক স্টার। সেরা হিন্দি ছবি নিউটন।
সেরা অ্যাকশনধর্মী ছবি নির্বাচিত হয়েছে বাহুবলী ২। সেরা তেলুগু ছবি ও স্পেশাল এফেক্ট পুরস্কারও পেয়েছে ছবিটি।
সেরা কোরিওগ্রাফির জন্য পুরস্কৃত হয়েছে টয়লেট এক প্রেম কথা ছবির ‘গোরি তু লট্ঠ মার’ গানটি। মম ছবির আবহ সুরের জন্য পুরস্কৃত হয়েছেন এ আর রহমান।
ঘোষিত হল চলচ্চিত্রের জন্য জাতীয় পুরস্কার- সেরা অভিনেত্রী সদ্যপ্রয়াত শ্রীদেবী, সেরা হিন্দি ছবি নিউটন
ABP Ananda, Web Desk
Updated at:
13 Apr 2018 01:16 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -