মুম্বই: বচ্চন পরিবারে কবি, লেখক রয়েছেন, রয়েছেন অভিনেতা, অভিনেত্রী। এবার সম্ভবত একজন চলচ্চিত্র পরিচালকও আসতে চলেছেন ওই পরিবার থেকে। অমিতাভ বচ্চনের মেয়ে শ্বেতা নন্দার ছেলে অগস্ত্য একটি শর্ট ফিল্ম বানিয়ে ফেলেছেন। শিগগিরই ইউটিউবে ছবিটি মুক্তি পাবে।

জানা গিয়েছে, অগস্ত্য শুধু যে ছবিটির গল্প লিখেছেন তা নয়, পরিচালনা, মিউজিক দেওয়া- সবই তিনি করেছেন। অমিতাভ-জয়া দুজনেই দেখেছেন ছবিটি। তাঁদের তা এত ভাল লেগেছে যে বিশ্বাসই হচ্ছিল না তা করেছে তাঁদের ১৭ বছরের নাতি। তাঁদের বিশ্বাস, অগস্ত্যই হবেন পরিবারের প্রথম চলচ্চিত্র পরিচালক।

শোনা যাচ্ছে, জয়া বচ্চনের ইচ্ছে, তাঁর ছেলে অভিষেক এবার পরিচালনায় আসুন। এ নিয়ে ছেলেকে নাকি চাপও দিচ্ছেন তিনি।