মুম্বই: নয়াদিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত হয়েছিল ৬৭তম জাতীয় পুরস্কার অনুষ্ঠান। জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে সেখানেই দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত করা হল অভিনয় জগতের দিকপাল সুপারস্টার রজনীকান্তকে (Rajinikanth)। এদিন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুর হাত থেকে পুরস্কার নিতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন রজনীকান্ত। আর তাঁকে ভিডিওবার্তায় শুভেচ্ছা জানালেন মোহনলাল থেকে অমিতাভ বচ্চন। এদিন ভরা মঞ্চে দাদাসাহেব ফালকে পুরস্কার পাওয়ার পর রজনীকান্ত তা উৎসর্গ করলেন নিজের গুরুকে।


আরও পড়ুন - Taapsee Pannu: কোন ধরনের ছবির জন্য তিনি উপযুক্ত নন? জানাচ্ছেন তাপসী পান্নু


৬৭তম জাতীয় পুরস্কারের মঞ্চে উপস্থিত ছিলেন সুপারস্টার রজনীকান্তের স্ত্রী লতা এবং জামাই ধনুশ, যিনি নিজেও 'অসুরন' ছবির জন্য সেরা অভিনেতার বিভাগে জাতীয় পুরস্কার পেয়েছেন। দাদাসাহেব ফালকে পুরস্কার পাওয়ার পরই আবেগপ্রবণ হয়ে পড়েন রজনীকান্ত। বলেন, 'আজকের এই পুরস্কার আমি আমার গুরু কে বালাচন্দর স্যরকে উৎসর্গ করছি। আমাকে আজ এই পুরস্কারে সম্মানিত করার পিছনে তাঁর অবদান অনস্বীকার্য। তাঁকে এবং আমার দাদা সত্যনারায়ণ রাও গায়কোয়াড়, যিনি আমার পিতৃতুল্যও বটে, আজ তাঁদেরকে খুব মনে পড়ছে। সত্যনারায়ণ রাও আমাকে জীবনের মূল্য বুঝিয়েছিলেন এবং আধ্যাত্মিকতা আমার মধ্যে ঢুকিয়েছিলেন।'


ছবির জগতে যখন প্রথম আসেন, তখনকার স্মৃতিচারণা করেছেন সুপারস্টার রজনীকান্ত। বলেন, 'আমি যখন বাস কন্ডাকটরের কাজ করতাম, তখন আমার বন্ধু রাজ বাহাদুরই প্রথম আমার অভিনয় দক্ষতা খেয়াল করে। শুধু তাই নয়, ওই আমাকে উদ্বুদ্ধ করে অভিনয় জগতে আসার জন্য। এছাড়াও আমার সমস্ত ছবির পরিচালক, প্রযোজক, সহ অভিনেতা, আমার অনুরাগীরা, সংবাদমাধ্যম এবং অবশ্যই প্রত্যেক তামিলনাড়ুবাসীকে ধন্যবাদ জানাতে চাই। ওঁরা না থাকলে আজ আমি সেদিনের বাস কন্ডাক্টর থেকে সুপারস্টার রজনীকান্ত হয়ে উঠতে পারতাম না। জয় হিন্দ।


'<

>


সুপারস্টার রজনীকান্তকে শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগ ঠাকুরও। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, 'দাদাসাহেব ফালকে পুরস্কার পাওয়ার জন্য অভিনন্দন রজনীকান্ত জি। আপনি কেবলমাত্র একজন কিংবদন্তিই নন। আপনি ভারতীয় চলচ্চিত্রের ইনস্টিটিউশন।'


আরও পড়ুন - Satyameva Jayate 2 Trailer Out: দুর্নীতির বিরুদ্ধে লড়াই, মুক্তি পেলো জন আব্রাহামের 'সত্যমেব জয়তে টু' ছবির ধামাকাদার ট্রেলার


একটি ভিডিওর মাধ্যমে রজনীকান্তকে শুভেচ্ছা জানাতে গিয়ে বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন বলেছেন, 'ভারতীয় চলচ্চিত্রে রজনীকান্তের মতো ব্যক্তিত্বের সম্পর্কে ব্যাখ্যা করার জন্য ইংরেজি শব্দকোষে খুব কমই শব্দ রয়েছে।' রজনীকান্তকে প্রশংসায় ভরিয়ে দেন মালায়লম ছবির সুপারস্টার মোহনলালও। তিনি বলেন, 'ওঁর প্রত্যেকটা অভিব্যক্তিতেই আলাদা কিছু রয়েছে। ওঁর হাঁটাচলার ধরন, ওঁর কথা বলার কায়দা, ওঁর বসার স্টাইল সবই ওঁকে সুপারস্টার করে তুলেছে।' দাদাসাহেব ফালকে পুরস্কার পাওয়ার পর এভাবেই শুভেচ্ছায় ভাসলেন সুপারস্টার রজনীকান্ত।