মুম্বই: করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে বন্ধ ছিল সিনেমাহল। চলতি মাসের শুরুর দিকেই মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয় যে, ২২ অক্টোবর থেকে মহারাষ্ট্রে সিনেমাহল খুলে যেতে চলেছে। আর সেই ঘোষণার পরই একে একে আটকে থাকা ছবির মুক্তির ঘোষণা করতে থাকেন পরিচালক, প্রযোজক, অভিনেতারা। সিনেমাহল খোলার ঘোষণা হওয়া মাত্র ঝড়ের গতিতে আটকে থাকা বলিউড ছবিগুলির মুক্তির দিন জানা যায়। আগামী বছরের মাঝামাঝি সময় পর্য়ন্ত মুক্তি পাবে বহু বলিউড ছবি। সেই স্রোতেই গা ভাসিয়ে নিজের নতুন ছবি 'সত্যমেব জয়তে টু'-এর মুক্তির দিন ঘোষণা করেন বলিউড অভিনেতা জন আব্রাহাম (John Abraham)। যদিও পরবর্তীকালে ভাইজান সলমন খানের 'অন্তিম' ছবির সঙ্গে একইদিনে মুক্তি হওয়ার কারণে নিজের ছবির রিলিজ ডেট একদিন এগিয়ে আনেন জন আব্রাহাম। ঘোষণা করেন, আগামী ২৫ নভেম্বর সিনেমাহলে মুক্তি পাবে 'সত্যমেব জয়তে টু'। তার ঠিক একমাস আগেই মুক্তি পেলো ছবির ট্রেলার। যা দেখে ইতিমধ্যেই অনুরাগী থেকে দর্শকরা আন্দাজ করতে পারছেন, এই ছবিতে দুর্নীতির বিরুদ্ধে জন আব্রাহামের লড়াই বেশ ধামাকাদার হতে চলেছে।
আরও পড়ুন - Jacqueline Fernandez Update: কোটি টাকা তছরুপের মামলার বিতর্কের পর ইঙ্গিতপূর্ণ পোস্ট জ্যাকলিন ফার্নান্ডেজের
ছবি মুক্তির ঠিক একমাস আগেই মুক্তি পেলো জন আব্রাহামের 'সত্যমেব জয়তে টু' ছবির ট্রেলার। তিন মিনিট সতেরো সেকেন্ডের এই ট্রেলারে কার্যত চমকে দিয়েছেন জন আব্রাহাম। ট্রেলারেই জন আব্রাহাম গাড়ি হাতে করে তুলে, টেবিল এক চাপড়ে ভেঙে ফেলে বুঝিয়ে দিয়েছেন 'এটা তো শুধুই ট্রেলার। আসল ছবিতে আরও বড় ধামাকা অপেক্ষা করছে'। এই ছবিতে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা জন আব্রাহামকে একেবারে অন্য লুকে দেখা গিয়েছে। ছবির অন্যতম মুখ্য চরিত্রে অভিনয় করা দিব্যা খোসলা কুমারকেও ট্রেলারে অল্প কিছু সময়ের জন্য দেখা গিয়েছে। জন আব্রাহাম, দিব্যা খোসলা কুমার ছাড়াও 'সত্যমেব জয়তে টু' ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে রাজীব পিল্লাই, অনুপ সোনির মতো অভিনেতাদের। ছবির চিত্রনাট্য লিখেছেন এবং পরিচালনার দায়িত্বে রয়েছেন মিলাপ জাভেরি। সব মিলিয়ে জমজমাট ট্রেলার দেখে বেশ বোঝা যাচ্ছে পূর্ণাঙ্গ ছবিতে দর্শকদের জন্য বড় ধামাকা অপেক্ষা করছে।
আরও পড়ুন - Karva Chauth Wishes: প্রিয়তমা স্ত্রী জয়াকে কীভাবে করবা চৌথের শুভেচ্ছা জানালেন বিগ বি?