কলকাতা: 'সোনা রোদের গান' ধারাবাহিক দিয়ে ফের কেন্দ্রীয় চরিত্রে ফিরেছেন অভিনেত্রী পায়েল দে (Payel De)। বেশ কিছুটা বিরতির পর আবার কেন্দ্রীয় চরিত্রে ফিরেছেন তিনি। তবে, এখানেই শেষ নয়, ছোট পর্দার পাশাপাশি তাঁকে দেখা যেতে চলেছে বড় পর্দাতেও। প্রেমে-অপ্রেমে মিষ্টিমুখ করাতে অভিনেত্রী পায়েল দে আসছেন এবার 'সন্দেশ' নিয়ে। ছবির নাম 'সন্দেশ' (Sandesh)। মুখ্য চরিত্রেই রয়েছেন তিনি।
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে অভিনেত্রী পায়েল দে 'সন্দেশ' ছবির পোস্টার শেয়ার করেছেন। ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, 'প্রেমে অপ্রেমে মিষ্টিমুখে... সন্দেশ। আসছে খুব শীঘ্রই।' এই ছবিতে পায়েল দে-র সঙ্গে মুখ্য চরিত্রে রয়েছেন সুগত ঘোষ, বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়। 'সন্দেশ' ছবিটি পরিচালনা করছেন পরিচালক জয় রায়। যে ছবিটি শেয়ার করেছেন পায়েল দে, তাতে তাঁকে ভিন্ন লুকে দেখা যাচ্ছে। আটপৌরে শাড়িতে বেঞ্চে বসে থাকতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। যদিও ছবি সম্পর্কে আর কোনও তথ্য শেয়ার করেননি তিনি। পাশাপাশি কবে মুক্তি পাবে এই ছবি তা জানা যায়নি এখনও। কিন্তু মা হওয়ার পর অভিনয়ে ফিরেই একের পর এক তাক লাগানো চরিত্র নিয়ে হাজির হচ্ছেন পায়েল।
আরও পড়ুন - Lata Mangeshkar Health Update : কেমন আছেন লতা মঙ্গেশকর? জানালেন চিকিৎসক
'সোনা রোদের গান' ধারাবাহিকে অভিনয়ের প্রসঙ্গে কিছুদিন আগেই অভিনেত্রী পায়েল দে জানিয়েছিলেন যে, মা হওয়ার পর তাঁর বহু সহকর্মীই তাঁকে বলেছিলেন যে, তিনি আর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে পারবেন না। কিন্তু সহকর্মীদের এমন বক্তব্যে মনোবল হারাননি অভিনেত্রী। মনের ক্ষোভ তিনি কাজে প্রকাশ করে দেখিয়ে দিয়েছেন ফিরে আসা কাকে বলে। নতুন করে আত্মবিশ্বাস নিয়ে একনিষ্ঠভাবে কাজ করে গিয়েছেন। আর তারই ফলস্বরূপ ছোট পর্দা থেকে বড় পর্দায় সমানভাবে চুটিয়ে কাজ করছেন।
টলিউড অভিনেত্রী পায়েল দে-র পোস্ট করা 'সন্দেশ' ছবির পোস্টারে উচ্ছ্বসিত অনুরাগীরা। সোশ্যাল মিডিয়ায় তাঁরা অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন। কোনও অনুরাগী লিখেছেন, 'আপনাকে খুব সুন্দর লাগছে।' আবার কোনও অনুরাগী লিখেছেন, 'খুব সুন্দর। খুবই উত্তেজিত ছবিটি দেখার জন্য।' শুধু অনুরাগীদের কাছ থেকেই নয়, নতুন ছবির পোস্টারে শুভেচ্ছা জানিয়েছেন অন্যান্য তারকারাও।