নয়াদিল্লি: মঙ্গলবার, প্রকাশ্যে এল মুথাইয়া মুরলিধরনের (Muttiah Muralitharan) বায়োপিক '৮০০' ছবির ট্রেলার ('800' Trailer Out)। দর্শকের সামনে এক কিংবদন্তি ক্রিকেটারের জীবন নিয়ে তৈরি ছবির ট্রেলার লঞ্চ করলেন অপর তারকা ক্রিকেটার সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। প্রকাশ্যে গায়ে কাঁটা দেওয়া ট্রেলার।  


মুক্তি পেল '৮০০' ছবির ট্রেলার


টেস্ট ক্রিকেটে সর্বকালের সর্বোচ্চ উইকেটসংগ্রাহক মুথাইয়া মুরলিধরন ৮০০টি উইকেট নিয়েই নিজের কেরিয়ার শেষ করেন। সেই কৃতিত্বের কথা মাথায় রেখেই তাঁর বায়োপিকের নাম রাখা হয়েছে '৮০০'। ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে 'স্লামডগ মিলিয়নেয়ার' খ্যাত অভিনেতা মধুর মিত্তলকে। হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পাবে এই ছবি। সিনেমাটিতে মধুরের পাশাপাশি অভিনয়ে দেখা যাবে মহিমা নম্বিয়ার, নরেন, নাসের, ভেলা রামামূর্তি, অরুল দাস, হরি কৃষ্ণনের মতো অভিনেতাদের। সিনেমাটির পরিচালনায় রয়েছেন এমএস শ্রীপতি। 


 



সিনেমার ট্রেলার লঞ্চ তো তাঁর হাতে হল বটেই, সেই সঙ্গে শোনা যাচ্ছে, ছবিতে ক্যামিও চরিত্রে দেখা যাবে সচিন তেন্ডুলকরকে। ফিল্মের শ্যুটিং মূলত তামিল ভাষায় করা হয়েছে। মুরলিধরনের জীবন ও ক্রিকেট সফরের গল্প উঠে আসবে এই ছবিতে। এদিন ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে সচিনের সঙ্গে ছিলেন মুরলিধরন ও শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার ও অধিনায়ক সনৎ জয়সূর্য। ১৮৬ সেকেন্ডের ট্রেলারের প্রথম ঝলকেই স্পষ্ট এই ছবি মুথাইয়া মুরলিধরনের জীবনের অজানা গল্প বলবে। ৬ অক্টোবর মুক্তি পাবে এই ছবি। 


আরও পড়ুন: Nusrat Jahan: 'আমি নিশ্চয়ই তদন্তে সহযোগিতা করব', ED-র তলব প্রসঙ্গে প্রতিক্রিয়া নুসরতের


সিনেমাটি আপাতত পোস্ট প্রোডাকশনে রয়েছে এবং এ বছরের অক্টোবরেই মুক্তি পাবে সিনেমাটি। চেন্নাই, চণ্ডীগড়, কোচি, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং অবশ্যই শ্রীলঙ্কায় ছবিটির শ্যুটিং হয়েছে। তবে মঙ্গলবার ট্রেলার লঞ্চ হলেও, সিনেমাটির ফার্স্ট লুক কিন্তু এপ্রিল মাসেই প্রকাশ্যে এসেছিল। মধুর মিত্তলকে সেই পোস্টারে দেখা গিয়েছিল। বহু আগেই এই ছবির মুক্তি পাওয়ার কথা ছিল। বছর দু'য়েক আগে সিনেমাটির কথা ঘোষণা করা হয়। সেই সময় মুখ্য চরিত্রে অভিনয় করার কথা ছিল বিজয় সেতুপতির। তবে সিনেমাটির প্রথম লুক প্রকাশ্যে আসতেই তা সমালোচনার সম্মুখীন হয়। অনেকেই বিজয় সেতুপতির এই সিনেমায় অভিনয় করা নিয়ে ক্ষোভ প্রকাশ করন। সমালোচনার জেরে শেষমেশ সিনেমা থেকে সরে দাঁড়াতে বাধ্য হন তিনি। সেই সময় শ্রীলঙ্কা ও তামিলনাড়ুর মধ্যের রাজনৈতিক অশান্তির জেরেই বিজয় সেতুপতি লঙ্কান তারকার ভূমিকায় অভিনয় করার জন্য বিতর্কের মুখে পড়েন।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial