নয়াদিল্লি: ১০০ কোটিক গণ্ডি ছুঁল '৮৩' (83 The Movie)। অবশেষে হাসি ফুটল রণবীর সিংহ (Ranveer Singh) অভিনীত ও কবীর খান (Kabir Khan) পরিচালিত এই ছবি নির্মাতাদের মুখে। ফিল্ম অ্যানালিস্ট তরণ আদর্শ (Taran Adarsh) এদিন পোস্ট করে সুখবর দেন।
তরণ ট্যুইট করে লেখেন, '৮৩ ছবি ১০০ কোটি ছুঁল... আদর্শভাবে, ছবিটি দ্বিতীয় সপ্তাহান্তের মধ্যেই সেঞ্চুরি করা উচিত ছিল (বড়দিন + নববর্ষ), কিন্তু মেট্রো শহরের বাইরে ছবিটি সেভাবে সাফল্য লাভ করতে পারেনি। তৃতীয় সপ্তাহে শুক্রবার ৮০ লক্ষ, শনিবার ১.২৯ কোটি ও রবিবাপ ১.৪৭ কোটি টাকার ব্যবসা। মোট: ১০০.৫৬ কোটি।'
সমস্ত ভাষাতেই ১০০ কোটি টাকার ক্লাবে ঢুকে পড়ল '৮৩'।
সম্প্রতি লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমিতের (Coronavirus) সংখ্যা। সেই সঙ্গে নতুন ভাইরাস ভ্যারিয়েন্টের আগমন বলিউডের একাধিক ছবি মুক্তিকে স্থগিত করেছে। জানুয়ারি মুক্তি পাওয়ার কথা ছিল এমন প্রায় সব ছবিরই তারিখ পিছিয়ে গিয়েছে। একইসঙ্গে যে সমস্ত ছবি ইতিমধ্যেই হলে চলছিল, সেগুলিও ক্ষতির মুখে পড়ছে। রণবীর সিংহের '৮৩' (83) ছবিও কঠিন জায়গায় রয়েছে কারণ ওমিক্রন (Omicron) আতঙ্কের পরে থিয়েটারগুলিতে মানুষের উপস্থিতি ন্যূনতম হয়ে গেছে। ফলে অর্থ পুনরুদ্ধার করতেও বেশ বেগ পেতে হচ্ছে ছবি নির্মাতাদের।
আরও পড়ুন: Bajrangi Bhaijaan Sequel: কোন শর্তে 'বজরঙ্গি ভাইজান'-এর সিক্যোয়েল তৈরি করতে রাজি কবীর খান?
সম্প্রতি শোনা যাচ্ছিল যে ছবির নির্মাতারা '৮৩'-কে সিনেমা হল থেকে সরিয়ে এবার ওটিটি প্ল্যাটফর্মে নিয়ে আসার কথা ভাবছেন। যদিও তারপরের খবর অনুযায়ী, সিনেমাহলে মুক্তির ৮ সপ্তাহের মধ্যে '৮৩' ছবির ওটিটি মুক্তি (OTT Release) হচ্ছে না।
ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, 'এটি একটি ব্যবসায়িক সিদ্ধান্ত। সিনেমাটি দর্শকদের থিয়েটারে গিয়ে দেখার জন্য আকৃষ্ট করছে। এছাড়া এখনও অনেক জায়গায় সিনেমাহল খোলা রয়েছে। সেই কারণে ওটিটিতে মুক্তির সময় ৪ সপ্তাহ থেকে পিছিয়ে ৮ সপ্তাহ করা হয়েছে।'