নয়াদিল্লি: গত মাসেই সলমন খান (Salman Khan) ঘোষণা করেন 'বজরঙ্গি ভাইজান'-এর (Bajrangi Bhaijaan) সিক্যোয়েল আসছে। তিনি এও জানান যে এই ছবির চিত্রনাট্য লিখছেন এস এস রাজামৌলির (SS Rajamouli) বাবা কে ভি বিজয়েন্দ্র প্রসাদ (KV Vijayendra Prasad) এবং এই ছবির নাম হতে চলেছে 'পবন পুত্র ভাইজান' (Pawan Putra Bhaijaan)। প্রথম ছবির পরিচালক কবীর খানও (Kabir Khan) নিজেই জানিয়েছেন এই ছবির দ্বিতীয় ভাগ তৈরি হচ্ছে। একটি নিউজ পোর্টালের সঙ্গে কথা বলার সময়, পরিচালক বলেন যে সলমন খান সিক্যুয়ালটিকে 'পবন পুত্র ভাইজান' হিসাবে ডাকছেন এবং উত্তেজিত হওয়ায় তিনি সিনেমাটির কথা ঘোষণা করে দিয়েছেন।
কবীর খান আরও যোগ করেন যে তিনি স্ক্রিপ্টটি এখনও পড়েননি তবে তাঁর মতে কে ভি বিজয়েন্দ্র অবশ্যই দুর্দান্ত কিছুই লিখবেন। 'পবন পুত্র ভাইজান' পরিচালনার সম্পর্কে কবীর খান বলেন যে তিনি কখনওই প্রথমটি সফল হয়েছিল বলে দ্বিতীয় ভাগ তৈরি করবেন না। তাঁর পরিচালনার একমাত্র শর্ত হল এই সিক্যোয়েলেও যেন তিনি একটি দুর্দান্ত গল্প খুঁজে পান।
আপাতত 'টাইগার ৩' নিয়ে ব্যস্ত সলমন খান। ২০২২ সালের ডিসেম্বর মাসেই মুক্তি পাওয়ার কথা এই ছবি। এছাড়া পূজা হেগড়ের সঙ্গে সলমন 'কভি ইদ কভি দিওয়ালী' ছবিতে কাজ করেছেন, জ্যাকলিন ফার্নান্ডেজের সঙ্গে 'কিক ২' ও 'নো এন্ট্রি' ছবির সিক্যোয়েল নিয়েও ব্যস্ত তিনি। এছাড়া শাহরুখ খানের 'পাঠান' ও আমির খানের 'লাল সিংহ চড্ডা' ছবিতে ক্যামিও শ্যুটিংও সেরেছেন তিনি।
অন্যদিকে করোনায় বাধা পড়েছে বলিউডের একাধিক ছবির কাজেও। গত কয়েক সপ্তাহে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ার পরে, বেশ কয়েকটি সিনেমা তাদের মুক্তি স্থগিত করেছে। সলমন খানের (Salman Khan) আগামী বহু প্রতীক্ষিত অ্যাকশন ছবি 'টাইগার ৩'-এর (Tiger 3) শ্যুটিংও একই কারণে বন্ধ হয়ে গেছে। ১২ জানুয়ারি থেকে দিল্লিতে (New Delhi) একটি বিস্তৃত অংশের শ্যুটিং করার কথা ছিল ছবির টিমের। তবে অবশ্যই বর্তমান পরিস্থিতিতে তা একেবারেই সম্ভব হচ্ছে না।
সূত্রের খবর, 'এই সময়টা বড় আউটডোর শ্যুটিং প্ল্যান করার জন্য সঠিক নয়। ওমিক্রন আতঙ্ক সত্যিই জাঁকিয়ে বসেছে এবং এই সময় ছবির নির্মাতারা সচেতন হওয়ার পথ বেছে নিয়েছেন, এটাই এই মুহূর্তে বুদ্ধিমানের কাজ। ১২ জানুয়ারি থেকে টানা যে কঠিন ১৫ দিনের শ্যুটিং শিডিউল করা ছিল সেটা আপাতত স্থগিত রাখা হয়েছে ভারতে করোনা সংক্রমণের বৃদ্ধির কথা মাথায় রেখে এবং অবশ্যই দিল্লির অবস্থা ভেবেও। এই শিডিউলটা পরে প্ল্যান করে করা হবে।'