মুম্বই: মুক্তি পেয়েছে '৮৩' (83) ছবির দ্বিতীয় গান। ইতিমধ্যেই বেশ বেশ সাড়া ফেলেছে এই নতুন গান 'বিগড়নে দে' (Bigadne De)। প্রীতমের সঙ্গীত পরিচালনায় এবং বেনি দয়ালের কণ্ঠে এই গানটি ১৯৮৩ সালের 'ওয়ার্ল্ড কাপ' জয়ী ভারতীয় ক্রিকেট দলের প্রত্য়েকের সঙ্গে পরিচয় করায়। পরিচালক কবীর খানের ছবিতে কীভাবে তাঁদের দেখানো হয়েছে সেই ছবিই ধরা পড়েছে গানে।
অনুপ্রেরণামূলক একটি গান। 'বিগড়নে দে' গানের প্রত্যেকটা তালের সঙ্গে যেন সমানুপাতে বাড়তে থাকা গোটা ভারতীয় টিমের আত্মবিশ্বাস ধরা পড়ে গানে। এটি শ্রোতাদের ইতিহাস তৈরি করার আগে টিম ইন্ডিয়ার প্রস্তুতি এবং 'বিহাইন্ড দ্য সিনস' মজার দুনিয়ায় নিয়ে যায়।
গানটা শুনে হঠাৎ কবীর খান পরিচালিত অপর ছবি 'বজরঙ্গী ভাইজান'-এর 'তু চাহিয়ে' গানটির কথা মনে পড়তে পারে। তার একটা কারণ হতে পারে দুটি গানেই ধীরে ধীরে বাড়তে থাকা টেম্পো ও সিন্থেসাইজারের আওয়াজ।
'৮৩' ছবিতে কপিল দেবের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে রণবীর সিংহকে। তবে এছাড়াও এক বিশাল বড় স্টার-কাস্ট দেখা যাবে। বিভিন্ন মুখ্য চরিত্রে অভিনয় করবেন অ্যামি ভির্ক, তাহির রাজ ভাসিন, জিভা সাকিব সালিম, চিরাগ প্যাটেল, দিনকর শর্মা, হার্ডি সান্ধু, নিশান্ত দাহিয়া, সাহিল খট্টর, আদিনাথ কোঠারে, যতীন শর্মা, ধৈর্য করওয়া, আর. বদ্রী ও পঙ্কজ ত্রিপাঠী। কপিল দেবের স্ত্রী রোমির চরিত্রে অভিনয় করতে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে।
কবীর খান পরিচালিত এই ছবির মুক্তির তারিখ ২৪ ডিসেম্বর। ছবির অন্যতম প্রযোজক হলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন নিজেই। এছাড়া কবীর খান, বিষ্ণু বর্ধন ইন্দুরী, সাজিদ নাদিয়াদওয়ালা, শীতল বিনোদ তলওয়ার, রিলায়েন্স এন্টারটেনমেন্ট অ্যান্ড ৮৩ ফিল্ম লিমিটেড প্রযোজনার দায়িত্বে রয়েছে এই ছবির। '৮৩' হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় ও মালয়লম ভাষায় মুক্তি পাবে।