কলকাতা: আগামী বছরে আসতে চলেছে 'হামি ২' (Hammi 2), আগেই সেই কথা ঘোষণা করেছিলেন পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee)। এবার জানা গেল শ্যুটিংয়ের তারিখও।
সোমবার রাতে নিজেদের সোশ্যাল মিডিয়ায় একটি করে পোস্ট করেন 'লালটু' ও 'মিতালী', অর্থাৎ 'হামি'র মা-বাবা। আজ অর্থাৎ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ছবির শ্যুটিং। আগামী বছরের ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় (Nandita Roy) পরিচালক জুটির জনপ্রিয় ছবি 'হামি'র সিক্যুয়েল 'হামি ২'।
এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ছবির 'লালটু' অর্থাৎ স্বয়ং শিবপ্রসাদ মুখোপাধ্যায় লেখেন, 'তৃতীয়বার লালটু। পদবী ও পেশা চমক রইল। কাল থেকে শুটিং শুরু। আশীর্বাদ করুন যেন আপনাদের মন রাখতে পারি। সবার জন্য রইল অনেক হামি।' (অপরিবর্তিত)
অন্যদিকে একই ধরনের একটি পোস্ট করেন 'মিতালী' অর্থাৎ গার্গী রায়চৌধুরী (Gargee RoyChowdhury)। তিনি লেখেন, 'তৃতীয়বার লালটু... মিতালী! পদবী ও পেশা? চমক!! ..মিতালী কেমন এবারে?!. চমক!! রাত পোহালেই শুটিং শুরু... আশীর্বাদ করুন.. পাশে থাকুন..প্রার্থনা, যেন আপনাদের মন রাখতে পারি। সবার জন্য রইল অনেক হামি.... দিলাম... নিলাম...।' (অপরিবর্তিত)
আরও পড়ুন: Jeet: ন'য় পা নবন্যার, মেয়ের জন্মদিন সেলিব্রেশনের ভিডিও শেয়ার জিতের
'উইন্ডোজ প্রোডাকশন হাউস'-এর (Windows Production House) প্রযোজনায় এবং পরিচালকদ্বয় শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় এর আগে সন্তানদের নিয়ে মা-বাবার সমস্যার কথা তুলে ধরে দুটি ছবি তৈরি করেছেন। প্রথম 'রামধনু' এবং তারপর 'হামি'। প্রথম ছবিতে বিশেষ চরিত্রে দেখা গিয়েছিল অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়কে। দ্বিতীয় ছবিতে একাধিক গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন তনুশ্রী শঙ্কর, অপরাজিতা আঢ্য প্রমুখরা। তবে দুই ক্ষেত্রে গল্পের স্বাতন্ত্র বজায় ছিল। ফলে দর্শকদের আশা এবার 'হামি ২' ছবিতেও একেবারে নতুন কিছু দেখতে পাওয়া যাবে। আগের দুই ছবির মতোই বাবা-মায়ের নাম অপরিবর্তিত, লালটু-মিতালী। এবারও জুটিতে অভিনয় করবেন শিবপ্রসাদ ও গার্গী। তবে পেশায় অন্যকিছু। ছবির শ্যুটিং শুরু আজ।