নয়াদিল্লি: অনুষ্ঠিত হয়ে গেল '৯৬তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস' (96th Academy Awards)। অস্কারের (Oscars 2024) মঞ্চে মরণোত্তর সম্মান জানানো হল ভারতীয় আর্ট ডিরেক্টর (Art Director), প্রয়াত নিতিন দেশাইকে (Nitin Desai), যিনি 'লগান' (Lagaan), 'যোধা আকবর' (Jodhaa Akbar)-এর মতো দুর্দান্ত ছবির সঙ্গে জড়িত ছিলেন। অস্কার অনুষ্ঠিত হল স্থানীয় সময় অনুযায়ী, ১০ মার্চ, ভারতীয় সময় অনুযায়ী, ১১ মার্চ, লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে।


অস্কারের মঞ্চে ভারত-যোগ, মরণোত্তর সম্মান নিতিন দেশাইকে


২০২৩ সালের অগাস্ট মাসে, 'এন স্টুডিও'র ভিতর থেকে উদ্ধার হয় নিতিন দেশাইয়ের নিথর দেহ। বলিউডের একাধিক প্রথম সারির ছবির আর্ট ডিরেক্টর তিনি। তার মধ্যে 'লগান', 'যোধা আকবর' ছাড়াও আছে 'দেবদাস', 'মুন্নাভাই এমবিবিএস', 'হম দিল দে চুকে সনম' ও 'প্রেম রতন ধন পায়ো' ইত্যাদি। কীভাবে মৃত্যু হয় নিতিন দেশাইয়ের? এখনও তদন্ত চলছে, তবে প্রাথমিকভাবে পুলিশের অনুমান তিনি আত্মহত্যা করেছিলেন। 


ভারতীয় সিনে দুনিয়ার সঙ্গে ওতোপ্রোতভাবে জড়িত প্রয়াত নিতিন দেশাইকে এদিন সম্মান জানানো হয় অস্কারের 'ইন মেমোরিয়াম' (In Memoriam) বিভাগে। একইসঙ্গে সম্মান জানানো হয় টিনা টার্নার, ম্যাথু পেরি প্রমুখকে। অ্যান্ড্রিয়া বোচেলি ও তাঁর ছেলে ম্যাটেও বোচেলি এই বিভাগের সময় পারফর্ম করেন, গেয়ে শোনান 'টাইম টু সে গুডবাই'। 


 






আরও পড়ুন: Oscar 2024: অস্কারের মঞ্চে 'অপেনহাইমার'-এর জয়জয়াকার, সম্মানিত নোলান, কিলিয়ান, এমা


প্রায় ২ দশক ব্যাপী কর্মজীবনে, নিতিন কাজ করেছেন আশুতোষ গওয়ারিকড়, বিধু বিনোদ চোপড়া, রাজকুমার হিরানি, সঞ্জয় লীলা ভনশালির মতো তারকা পরিচালকদের সঙ্গে। ২০০২ সালে তিনি প্রযোজক হন। ২০০৫ সালে 'এনডি স্টুডিওস' তৈরি করে যা মুম্বইয়ের কাছে কারজাতের ৫২ একর জমির ওপর তৈরি হয়। সেখানে 'যোধা আকবর', 'ট্র্যাফিক সিগন্যাল', ও কালার্সের রিয়্যালিটি শো 'বিগ বস'ও শ্যুট হয়। যে শেষ বড় বাজেটের ছবিতে তিনি কাজ করেন তা হল 'পানিপথ' ও তার আগে ছিল 'প্রেম রতন ধন পায়ো'। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।