ব্যারাকপুর : পঞ্চায়েত ভোটের আগে বিজেপিকে ধাক্কা দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ( Abhishek Banerjee ) হাত ধরে, তৃণমূলে ফিরেছিলেন অর্জুন সিংহ ( Arjun Singh )। দল বদলে বলেছিলেন, যে ঘরের ছেলে ছিলাম, সেই ঘরে ফিরে এসেছি !  আবারও ধাক্কা । এবার পেলেন তৃণমূলের ( TMC )  থেকেই। বললেন, 'আমি শকড ছিলাম'। তাহলে কি তৃণমূলের টিকিট না মেলায় অর্জুন সিংহ বিজেপিতে প্রত্যাবর্তন করতে চলেছেন? উত্তর দিলেন অর্জুন। প্রায় দ্বিপ্রহরে অর্জুন কথা বললেম সাংবাদিকদের সঙ্গে। জানালেন , এবার তিনি কোন পথে চলবেন ভাবছেন। 


'পার্থ বড় নেতা হয়ে গেছেন'


সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁর অকপট স্বীকারোক্তি,  'গতকাল দলের সিদ্ধান্তে স্তম্ভিত হয়ে গেছিলাম। এখন একটু ধাতস্থ হয়েছি'। তবে জল্পনা জিইয়ে রেখে দিলেন এই কথা বলে 'অনুগামীদের সঙ্গে কথা বলার পরই সিদ্ধান্ত নেব'। 


ভাটপাড়ায় তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতা অর্জুন সিংহ জানালেন, 'আমার সঙ্গে কারও সম্পর্ক খারাপ নয়। পার্থ ভৌমিক কাল আমার বাড়িতে আসবেন বলেছেন'। সেই সঙ্গে হাল্কা শ্লেষ, 'পার্থ বড় নেতা হয়ে গেছেন, বহুদিন আসেননি, কাল আসবেন'। 


' নির্দল হয়ে আমি দাঁড়াব না'


এখানেই থামেননি অর্জুন। বললেন, 'যা হয়েছে সেটা দুঃখজনক ঘটনা। আমি মানুষের সঙ্গে রাজনীতি করা লোক, হাওয়ায় রাজনীতি করি না। সেই জন্য মানুষ আমার সঙ্গে রয়েছেন। পার্থর সঙ্গে রাজনীতি করার থেকে না করাই ভাল। সাংসদ পদের টিকিটই পেলাম না, অন্য পদ নিয়ে কী করব?'  শেষমেষ তিনি এও বললেন, 'বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করে একটু ভুল হয়েছে। নির্দল হয়ে আমি দাঁড়াব না'। অর্জুন জানালেন, কথা হয়েছে ফিরহাদ হাকিমের সঙ্গে। আগামী দিনে তিনি কোনদিকে যাবেন, সেই সিদ্ধান্ত নেবেন অনুগামীদের সঙ্গে কথা বলেই। 


২০১৯ এর লোকসভা ভোটের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। সেবারও লোকসভা ভোটে ব্যারাকপুর থেকে তৃণমূল প্রার্থী হতে চেয়েছিলেন অর্জুন সিংহ। কিন্তু, তৃণমূলনেত্রী প্রার্থী করেন দীনেশ ত্রিবেদীকে। এতেই ক্ষুব্ধ হন অর্জুন।তারপরই বিজেপিতে যোগদান করেন।  তারপর অর্জুনের লক্ষ্যভেদেই সঙ্গ দেয় ব্যারাকপুরের মানুষ। এরপর ৫ বছর কাটতে না কাটতেই পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলে ঘরওয়াপসি হয় অর্জুনের। এবার তিনি কি আবার শিবির বদল করবেন ? এই প্রশ্নটাই এখন রাজনীতির অন্দরমহলে সবথেকে দামি।  


আরও পড়ুন :        


 'শাহজাহানের মাসি...সুকান্ত আর শুভেন্দু আপনাকে তাড়া করবে' শুভেন্দুর হুঙ্কার