নয়াদিল্লি: গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল ২৫ বছর বয়সী সোশ্যাল মিডিয়া তারকার (Social Media Star)। গুরুতর আহত তাঁর দুই বন্ধু। সোমবার গ্রেটার নয়ডায় (Greater Noida) তাঁদের দ্রুত গতিতে ছুটে আসা গাড়ি (speeding car) গাছে ধাক্কা মারায় দুর্ঘটনাটি ঘটে।
প্রয়াত ২৫ বছর বয়সী সোশ্যাল মিডিয়া তারকা
গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল ২৫ বছর বয়সী সোশ্যাল মিডিয়া তারকা রোহিত ভাটির (Rohit Bhati)। দর্শক তাঁকে 'রাউডি ভাটি' (Rowdy Bhati) নামেই চেনে। সোমবার পথ দুর্ঘটনায় তাঁর প্রাণ যায়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি তাঁর দুই বন্ধু। চিকিৎসা চলছে তাঁদের। পুলিশ সূত্রে খবর, একজন গ্রেটার নয়ডার অপর জন দিল্লির হাসপাতালে ভর্তি।
স্থানীয় 'বিটা ২' পুলিশ স্টেশনের দায়িত্বে থাকা অনিল কুমার বলেন, 'জানা যাচ্ছে, ভোর ৩টে নাগাদ তাঁরা পার্টি সেরে ফিরছিলেন যখন চুহাড়পুর আন্ডারপাসের কাছে অঘটনটি ঘটে। মনে করা হচ্ছে দ্রুত গতিতে ছুটে আসা গাড়িটি টার্ন নিতে পারেনি এবং একটি গাছে গিয়ে ধাক্কা মারে।'
বুলন্দশহরের বাসিন্দা ভাটি থাকতেন গ্রেটার নয়ডার চি সেক্টরে। গুজর সম্প্রদায়ের রোহিত ফেসবুক ও ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বেশ বিখ্যাত ছিলেন। ভিডিও তৈরি করতেন তিনি এবং বেশ কয়েক হাজার ফলোয়ার্স ছিল তাঁর।
পুলিশ সূত্রে খবর, দ্রুত গতিতে গাড়িটা চালাচ্ছিলেন রোহিত নিজেই। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। প্রায় সমবয়সী তাঁর দুই বন্ধু মনোজ ও অতীশ, গুরুতর আহত। তাঁদের মধ্যে একজনের 'গভর্নমেন্ট ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস'-এ চিকিৎসা চলছে এবং অপরজনকে দিল্লির হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
আরও পড়ুন: Vicky Kaushal: 'কেমন আছেন ?' কলকাতায় এসেই অনুরাগীদেরকে প্রশ্ন ভিকি কৌশলের
রোহিত ভাটির মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই তাঁর অনুরাগীরা একাধিক রিল ও ভিডিও পোস্ট করে শোকজ্ঞাপন করেছেন। তাঁর শেষকৃত্যের ভিডিও পোস্ট করেছেন অনেকে।