কলকাতা: শনিবারের শহরে ফের অগ্নিকাণ্ড। ভারতলক্ষ্মী স্টুডিওর এক স্টোররুমে লাগল আগুন। ভস্মীভূত হয়ে যায় গোটা স্টোররুম। 


ভারতলক্ষ্মী স্টুডিওয় অগ্নিকাণ্ড


শনিবার রাত সাড়ে ৮টা নাগাদ আনোয়ার শাহর রোডের ভারতলক্ষ্মী স্টুডিওয় আগুন লাগে। গোটা স্টোররুমই একেবারে ভস্মীভূত হয়ে যায়। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। প্রথমে স্টুডিওর ভিতরে উপস্থিত মানুষেরাই আগুন নেভানোর কাজে হাত লাগান। এরপর ঘটনাস্থলে হাজির হয় গল্ফগ্রিন থানার পুলিশ ও যাদবপুর থানার পুলিশ। 


দমকলে খবর দেওয়া হলে, কর্মীদের প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। স্টোররুমটি ভস্মীভূত হওয়া ছাড়া, বিশেষ ক্ষয়ক্ষতি হয়নি। আগুন দ্রুত নিয়ন্ত্রণে নিয়ে আসার ফলে তা আশেপাশে ছড়িয়েও পড়তে পারেনি। 


প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে শর্টসার্কিট থেকেই আগুন লাগে। সিলিন্ডার ফাটার মতো শব্দও শোনা যায় বলে খবর। জানা যাচ্ছে সেই সময় স্টুডিওয় 'রাঙাবউ' ধারাবহিকের শ্যুটিং চলছিল। তবে ঘটনায় আতঙ্ক ছড়ায়।


প্রসঙ্গত, গত ১৯ মার্চ ভোর পাঁচটা থেকে সাড়ে পাঁচটা নাগাদ দাউদাউ আগুনের গ্রাসে চলে যায় টালিগঞ্জের এনটি ওয়ান স্টুডিওর (NT1 Studio) একাংশ। ঘটনাস্থলে সঙ্গে সঙ্গেই প্রায় পৌঁছে যায় দমকলের ৩টি ইঞ্জিন। প্রথমে আগুন লাগার কারণ জানা যায়নি। আগুন লাগার সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারাই তৎপর হয়ে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা শুরু করে। তাঁরাই খবর দেন দমকলে ও স্থানীয় রিজেন্ট পার্ক থানায়। এরপর দমকল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। আশেপাশের বাড়িতে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা যায়। 


যেহেতু স্টুডিওর একাংশে আগুন লাগে ফলে তা কতক্ষণে নিয়ন্ত্রণে আসবে সেটা যেমন দমকলের কাছে একটা চ্যালেঞ্জ ছিল, একইসঙ্গে সেই আগুন যাতে স্টুডিওর অন্যত্র না ছড়িয়ে পড়ে সেই বিষয়েও নজর রাখা হতে থাকে। যেহেতু স্টুডিও, ফলে সেট তৈরির অজস্র জিনিস সেখানে মজুত ছিল, যার বেশিরভাগই দাহ্য বস্তু দিয়ে তৈরি। তাতে আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে দমকল ইঞ্জিনের সংখ্যা আরও বাড়াতে হতে পারে দমকল সূত্রে জানা যায় তখন। আগুনের উৎসস্থলে পৌঁছনোর চেষ্টা চালাতে থাকেন দমকলকর্মীরা। প্রাথমিকভাবে ধোঁয়ায় তিনজন বয়স্ক ব্যক্তি অসুস্থ হয়ে পড়েন বলে স্থানীয় তৃণমূল বিধায়ক জানান।


আরও পড়ুন: Ponniyin Selvan 2 Song PS Anthem: 'পোনিয়ন সেলভান ২'-এর নতুন গান 'পি এস অ্যান্থেম' প্রকাশ্যে


এরও দিন তিনেক আগে আনন্দপুরের মুন্ডা পাড়ায় আগুন লাগে, পুড়ে ছাই হয়ে যায় ঝুপড়ি। রান্না করার সময় সিলিন্ডার ফেটে দুর্ঘটনা ঘটে বলে জানা যায়। দমকলের বিরুদ্ধে দেরিতে আসার অভিযোগ তোলেন স্থানীয় বাসিন্দারা।