কলকাতা: আজ রথযাত্রা। ছোট হোক বা বড়.. রথের দড়ি টানার আনন্দ বোধহয় এক্কেবারে একই রকম। আর সেই রথের দড়িয়ে টানেরও বোধহয় কোনও বয়স হয় না। সেই রথের আনন্দের ছোঁয়াতেই যেন মেতে উঠলেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। সোশ্যাল মিডিয়ায় ইসকনের রথের সামনে থেকে ছবি শেয়ার করলেন রুক্মিণী।
কলকাতার বড় রথযাত্রা বলতে অবশ্যই উঠে আসে ইসকনের রথের নাম। প্রত্য়েক বছরই রথের দড়িতে টান দিয়ে উৎসবের শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই রথযাত্রা চিরকালই তারকাখচিত। টলিউডের একাধিক অভিনেতা অভিনেত্রীই হাজির থাকেন এই রথযাত্রায়। গতবছর পর্যন্তও এই রথে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি দেখা গিয়েছিল মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) ও নুসরত জাহান (Nusrat Jahan)-কে। তবে এই বছর নজর কাড়লেন রুক্মিণী।
একটি ম্যাট গোল্ডেন শাড়ি পরেছিলেন রুক্মিণী। গলায় উত্তরীয়, মাথায় ফুলের মালা। রথের ওপরেও উঠেছিলেন রুক্মিণী। সেইখানেই তিনি পুজোয় হাত লাগান জগন্নাথ দেবের। সোশ্যাল মিডিয়ায় রথের ছবি শেয়ার করে রুক্মিণী লেখেন, টএই শুভ রথযাত্রার পূর্ণ তিথিতে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালবাসা । শুভ রথ যাত্রা। জয় জগন্নাথ ! হরে কৃষ্ণ'। রুক্মিণী বলছেন, '৭ বছর ধরে অপেক্ষা করেছিলাম এখানে আসার। কিন্তু ওই যে বলে ভগবান ডাকলে তবেই সেখানে আসা যায়। আজ কলকাতার বুকে ইসকনের রথযাত্রার আনন্দে আমিও সামিল হলাম। আমি নিজের এবং আপনাদের সবার জন্য প্রার্থনা করেছি। বছরের পর বছর এখানে যেন আসতে পারি।
রুক্মিণীর এই সাজ আর ভঙ্গিমা যেন মনে করাল তাঁর আগামী ছবি 'বিনোদিনী'-র কথা। চৈতন্য বেশে প্রকাশ্যে এসেছিল রুক্মিণীর প্রথম লুক। আর আজ, রথের দিনেও রুক্মিণীর বেশ, গলার ফুলের মালা যেন মনে করাল 'বিনোদিনী'-কেই। পরিচালক রাম কমল মুখোপাধ্যায় (Ram Kamal Mukherjee)-র পরিচালনায় বিনোদিনী দাসীর চরিত্রে অভিনয় করবেন রুক্মিণী। ইতিমধ্যেই হয়ে গিয়েছে ছবির শ্যুটিং। এই ছবির জন্য অনেকটা ওজন বাড়িয়েছিলেন রুক্মিণী। ইতিমধ্যে এই ছবিতে বিনোদিনীর দুটি লুক প্রকাশ্যে এসেছে। একটি চৈতন্যে বেশে, অন্যটি নটির বেশে। রুক্মিণীর নিজেরও যথেষ্ট প্রত্যাশা রয়েছে এই ছবিটি নিয়ে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।