মুম্বই: ‘পেলে: বার্থ অফ আ লেজেন্ড’ ছবিতে সুর দিয়ে ফের অস্কারের দৌড়ে নাম লেখালেন এ আর রহমান।
অস্কারের বেস্ট অরিজিনাল স্কোর ও বেস্ট অরিজিনাল সং-এর তালিকায় নাম তুলেছেন দুটি অস্কার জয়ী এই সুরকার।
এর আগে, ২০০৯-এ ‘স্লামডগ মিলিয়নেয়ার’-এর জন্য দুটি অস্কার পান তিনি।
তবে অস্কার জয়ের লড়াই যে হাড্ডাহাড্ডি হবে, তা আগে থেকেই বলা যায়। ১৪৫টি গানের সুর মনোনয়ন পেতে পারে, রহমানের সৃষ্টি সুর সেগুলির অন্যতম। ব্রাজিলের ফুটবল আইকন পেলের জীবন নিয়ে জেফ জিম্বালিস্ট ও মাইকেল জিম্বালিস্ট পরিচালিত ছবিতে সুর দিয়েছেন তিনি।
অরিজিনাল সং বিভাগে রহমানের সুর দেওয়া ‘জিংগা’ গানটি এই বিভাগে মনোনয়নের দৌড়ে থাকা ৯১টি গানের তালিকায় রয়েছে।
রহমানের প্রতিযোগিতা মূলত হবে ‘রোগ ওয়ান: আ স্টার ওয়ার্স স্টোরি’, ‘লা লা ল্যান্ড’, ‘মোআনা’ ও ‘ফ্লোরেন্স ফস্টার জেনকিন্স’-এর সঙ্গে।
অস্কারের মনোনয়ন ঘোষিত হবে ২৪ জানুয়ারি। ২৬ ফেব্রুয়ারি, হলিউডের ডলবি থিয়েটার ও হাইল্যান্ড সেন্টারে হবে মূল অনুষ্ঠান।
ফের অস্কারের দৌড়ে এ আর রহমান, এবার অস্ত্র ‘পেলে’
ABP Ananda, Web Desk
Updated at:
16 Dec 2016 02:40 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -