কলকাতা: সদ্য অ্যামাজন প্রাইমে (Amazon Prime) মুক্তি পেয়েছে ঈশান খট্টর, ম্রুণাল ঠাকুর অভিনীত ছবি 'পিপ্পা' (Pippa)। আর এরপরে প্রকাশ্যে এসেছে এই ছবিতে, এ আর রহমান (A R Rahman)-এর কম্পোজ করা একটি গান। কিন্তু সেই গান মুক্তি পাওয়ার পর থেকেই রীতিমতো চটেছেন অনুরাগীরা। কাজী নজরুল ইসলামের বিখ্যাত গান 'কারার ওই লৌহ কপাট' গানটিকে নতুন আঙ্গিকে তুলে ধরতে চেয়েছিলেন রহমান। আর সেখানেই সমস্যা। 


স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপটে লেখা নজরুল ইসলামের এই গানটি বিপ্লবী চেতনায় উদ্বুদ্ধ। দেশাত্ববোধের আবেগ মাখা এই গানকে রহমান যে নতুন সুরে বেঁধেছেন, তা মোটেই মনে ধরেনি অনুরাগীদের। আর এই গান মুক্তির পরেই সোশ্যাল মিডিয়ায় চূড়ান্ত ট্রোলিং, কটাক্ষের স্বীকার হয়েছেন খোদ রহমান। জনপ্রিয় এই গানটিকে এমনভাবে বদলে ফেলার জন্য সোশ্যাল মিডিয়ায় অনেকেই কটাক্ষ করেছেন সঙ্গীতশিল্পীকে। অনেকে লিখেছেন, 'গানটিকে এভাবে বদলে ফেলার কোনও প্রয়োজন ছিল না।' অনেকে তো আবার সরাসরি বলেছেন, 'সংস্কৃতিকে ধ্বংস করছেন রহমান। ইতিহাস না জেনেই তিনি গানটিকে বিকৃত করে তুলেছেন।'


এই দলে নাম লিখেছেন প্রযোজক রানা সরকারও। সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট করেন, 'Respected Legend A R Rahaman Sir, কারার ওই লৌহ কপাট ভাঙতেই হবে এই দিব্যি আপনাকে কে দিয়েছিল? নজরুল ইসলামকে না হয় ছেড়েই রাখতেন। ক্ষমা করবেন কাজী নজরুল' সোশ্য়াল মিডিয়ায় অনেকেই রানার এই মনের সঙ্গে সহমত পোষণ করেছেন। মুক্তির পর থেকেই চর্চায় রয়েছে এই গান। 


এই গানটি গেয়েছেন, তীর্থ ভট্টাচার্য্য, রাহুল দত্ত, পীযূষ দাস, শালিনী মুখোপাধ্যায় ও অন্যান্যরা। ভারত-পাক যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি হয়েছিল এই ছবি। আর সেই ছবির প্রেক্ষাপটকে তুলে ধরতেই ছবিতে ব্যবহার করা হয়েছিল এই গানটি। কাজী নজরুল ইসলামের লেখা এই গানটি সেই সময়ে নিষিদ্ধ হয়েছিল ভারতে। তবে পরবর্তীতে এই গানটি চূড়ান্ত জনপ্রিয়তা পেয়েছিল। এখনও এই গানটি সাধারণ মানুষকে আবেগে ভাসায়। 


 


 



 


আরও পড়ুন: Anushka Sharma: অনুষ্কা কি সত্যিই অন্তঃসত্ত্বা? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতেই স্পষ্ট উত্তর