নয়াদিল্লি: সুষমা স্বরাজ অন্ধ্র প্রদেশের রাজ্যপাল হচ্ছেন। গতকাল রাতে এই টুইট করে দেশের রাজনৈতিক মহলে শোরগোল ফেলে দিয়েছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী হর্ষ বর্ধন। কিন্তু সুষমা নিজেই যাবতীয় জল্পনা খারিজ করে জানালেন, তিনি রাজ্যপাল হচ্ছেন না।

হর্ষ বর্ধন পরে ডিলিট করে দেন তাঁর টুইট। তাতে লেখা ছিল, আমার বোন, বরিষ্ঠ বিজেপি নেতা ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ অন্ধ্র প্রদেশের রাজ্যপাল হয়েছেন, তাঁকে অভিনন্দন। এর ঘণ্টাখানেক পর সুষমা টুইট করেন, আমি অন্ধ্র প্রদেশের রাজ্যপাল হচ্ছি বলে যে খবর শোনা যাচ্ছে, তা ঠিক নয়।




স্বরাষ্ট্র মন্ত্রকও সুষমার রাজ্যপাল হওয়ার খবর অস্বীকার করেছে।

গত নরেন্দ্র মোদি সরকারে বিদেশমন্ত্রী ছিলেন সুষমা। তাঁর কাজ প্রশংসিত হয়। কিন্তু এবার স্বাস্থ্যের কারণে লোকসভা ভোটে দাঁড়াননি তিনি।