কলকাতা: জনপ্রিয় বিনোদন চ্যানেল আকাশ আট (Aakash Aath) ঘোষণা করল তাদের নতুন তিন অনুষ্ঠানের নাম। একটি মেগা সিরিয়াল 'আদালত ও একটি মেয়ে' (Adalat O Ekti Meye), একটি গানের রিয়েলিটি শো 'আকাশে সুপারস্টার' (Akashe Superstar) ও তাদের 'সাহিত্যের সেরা সময়' (Sahityer Sera Somoy) সিরিজের নতুন গল্প 'তিন ভুবনের পাড়ে' (Teen Bhubaner Paare)। 


তিনটি নতুন অনুষ্ঠানের ঘোষণা করল আকাশ আট


'আদালক ও একটি মেয়ে', 'আকাশে সুপারস্টার' ও 'তিন ভুবনের পাড়ে', তিনটি নতুন অনুষ্ঠানের ঘোষণা করল জনপ্রিয় চ্যানেল আকাশ আট। 


নতুন মেগা সিরিয়াল 'আদালত ও একটি মেয়ে' দুর্গা সোরেন নামে এক আদিবাসী মহিলার গল্প বলে যে পেশায় আইনজীবী হয়ে ওঠে। এই অনুষ্ঠানের উদ্দেশ্য হল দুর্গা কীভাবে সমাজের প্রান্তিক ব্যক্তিদের ন্যায়বিচারের জন্য লড়াই করে, বিভিন্ন সামাজিক ব্যবস্থার কাজের প্রতিকূলতার বিরুদ্ধে সেই গল্পটি সামনে নিয়ে আসা। এই সফরে তার দুই সঙ্গীর একজন স্থানীয় উঠতি গুণ্ডা মুন্না ভাই, এবং অপরটি গল একদল অনাথ শিশু। এই গল্প বলবে কীভাবে একজন মানুষ নিপীড়নের বিরুদ্ধে মুখ খুলতে পারে, রুখে দাঁড়াতে পারে। সজল বসুর পরিচালনায় তৈরি হচ্ছে 'আদালত ও একটি মেয়ে'। দুর্গার চরিত্রে দেখা যাবে কঙ্কনা হালদারকে। সেই সঙ্গে অভিনয় রয়েছেন সাগ্নিক, কৃষ্ণকিশোর ও অভিজিৎ গুহ। 


এছাড়াও আকাশ আটের জনপ্রিয় সিরিজ 'সাহিত্যের সেরা সময়'-এর নতুন গল্প আসছে 'তিন ভুবনের পাড়ে' সুমন রায়ের পরিচালনায়। এই সিরিজে পরান্তিক বন্দ্যোপাধ্যাকে দেখা যাবে মন্টুর চরিত্রে এবং দীপ্সিতা মিত্রকে দেখা যাবে সরসীর চরিত্রে। মন্টু আপ্রাণ চেষ্টা করে সরসীর মন জয় করার কিন্তু সরসী তার উচ্ছৃঙ্খল জীবনযাপন একেবারেই পছন্দ করে না, তাই তার প্রস্তাব বাতিল করে দেয়। মন্টুর পড়াশোনা বিশেষ নেই, সে অপ্লেই খুশি থাকতে চায়। অন্যদিকে সরসী শিক্ষিত মহিলা সে মন্টুর জীবন বদলাতে চায়। এই গল্পে অন্যান্য চরিত্রে দেখা যাবে প্রদীপ মৌলিক, চন্দক মুখোপাধ্যায়, পূর্বা বন্দ্যোপাধ্যায়, জয়ত্রী বন্দ্যোপাধ্যায়, মধুমিতা বন্দ্যোপাধ্যায়, তীর্থ মল্লিক ও তন্নিষ্ঠা বিশ্বাসকে।


এই দুটি টেলিভিশন প্রোগ্রাম ছাড়াও আকাশ আট নিয়ে আসছে নতুন গানের রিয়েলিটি শো। নাম 'আকাশে সুপারস্টার'। প্রত্যেক সপ্তাহে এই শোয়ে থাকবেন ১৮ জন প্রতিযোগী। প্রত্যেকদিন একজন করে প্রতিযোগী সেই দিনে 'সুপারস্টার' হওয়ার সুযোগ পাবে। এবং রবিবার করে একটি সঙ্গীতের মহাযুদ্ধ হবে সেই সপ্তাহের ৬ সুপারস্টারদের নিয়ে। এই অনুষ্ঠানের পরিচালনার দায়িত্বে রয়েছেন সঙ্গীত তিওয়ারি। বিচারকের আসনে দেখা যাবে সিদ্ধার্থ শঙ্কর রায় (সিধু), অনিন্দ্য, দেবজ্যোতি মিশ্র ও সুতপা ভট্টাচার্য। সঞ্চালনার দায়িত্বে সুজয়নীল। 


আরও পড়ুন: 'Tiger 3': প্রথম দিনেই শাহরুখ-প্রভাসের সিনেমাকে পিছনে ফেলল 'টাইগার ৩', তালিকায় সলমনের চেয়ে এগিয়ে কারা?


'তিন ভুবনের পাড়ে' দেখুন সোমবার থেকে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায়, তারপরই 'আদালত ও একটি মেয়ে' দেখতে পাবেন রাত ৮টা থেকে। 'আকাশে সুপারস্টার' দেখা যাবে সোমবার থেকে রবিবার, প্রতিদিন দুপুর ২টো থেকে ৩টে পর্যন্ত।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial