নয়াদিল্লি: একদিকে দীপাবলির (Diwali 2023) মরশুম। অন্যদিকে প্রিয় তারকার ছবি মুক্তি। সলমন খানের (Salman Khan) অনুরাগীদের জন্য ১২ নভেম্বর উৎসবের থেকে কম ছিল না। মিললও তেমন প্রতিক্রিয়া উৎসবের মরশুমেও সকল শঙ্কা মিথ্যা করে বক্স অফিসে চলল ঝোড়ো ইনিংস 'টাইগার ৩' (Tiger 3 First Day Collection) ছবির। দারুণ ব্যবসা করল বলিউডের ভাইজানের ছবি। কাকে কাকে ফেলল পিছনে?
প্রথম দিনেই সলমনের 'টাইগার ৩' শাহরুখ ও প্রভাসে সিনেমাকে পিছনে ফেলল
শুধু দেশেই নয়, সলমন খানের ছবি ঝড় তুলেছে বিদেশের মাটিতেও। মুক্তির প্রথম দিনেই প্রেক্ষাগৃহে এই ছবি ৪৪.৫০ কোটি টাকা আয় করেছে। প্রসঙ্গত, এই ছবি প্রথম দিনের ব্যবসার নিরিখে শাহরুখ খান (Shah Rukh Khan) ও প্রভাসের (Prabhas) ছবিকেও পিছনে ফেলেছে। হ্যাঁ। প্রভাসের 'বাহুবলী ২' প্রথম দিনে ৪১ কোটি টাকা আয় করেছিল। অন্যদিকে, শাহরুখ খানের 'হ্যাপি নিউ ইয়ার' প্রথম দিনে ৪২.৬২ কোটি টাকা আয় করেছিল।
তালিকায় কোন কোন ছবির পিছনেই রইল 'টাইগার ৩'?
এমনিতে বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করেছে 'টাইগার ৩', তা বলাই যায়। তা সত্ত্বেও প্রথম দিনের ব্যবসার নিরিখে এখনও বেশ কিছু ছবির পিছনেই রয়ে গেল সলমন-ক্যাটরিনার ছবি। এই তালিকায় প্রথমেই রয়েছে শাহরুখ খানেরই ছবি 'জওয়ান'। এই ছবি প্রথম দিনে ৬৫.৫ কোটি টাকার ব্যবসা করেছিল। তারপরই আছে শাহরুখেরই অপর ছবি 'পাঠান' যা প্রথম দিনে ৫৫ কোটি টাকার ব্যবসা করে। তারপর রয়েছে দক্ষিণী তারকা যশের 'কেজিএফ' ছবির ৫৩.৯৫ কোটি টাকার ব্যবসা। তালিকায় রয়েছে হৃত্বিক রোশনের 'ওয়ার' ছবিও। এই ছবি প্রথম দিনে ৫১.৬ কোটি টাকার ব্যবসা করে। আমির খানের 'ঠগস অফ হিন্দুস্তান' বক্স অফিসে মুখ থুবড়ে পড়লেও প্রথম দিনে ৫০.৭৫ কোটি টাকা আয় করেছিল।
এ তো গেল দেশের বক্স অফিসে ব্যবসার হিসেব। তবে প্রযোজনা সংস্থা 'যশ রাজ ফিল্মস'-এর প্রকাশ করা তথ্য অনুযায়ী বিশ্বজুড়ে এই ছবি প্রথম দিনে ৯৪ কোটি টাকা আয় করেছে। দীপাবলির দিনে মুক্তি পেয়ে এত টাকার ব্যবসা করা বলিউড ছবির তালিকায় শীর্ষে স্থান পেল 'টাইগার ৩'।
আরও পড়ুন: 'Picasso' Poster Out: চিত্রশিল্পীর ভূমিকায় টোটা, প্রকাশ্যে 'পিকাসো'র প্রথম মূল পোস্টার
এবিপি লাইভের রিভিউ অনুযায়ী, 'এক থা টাইগার' ও 'টাইগার জিন্দা হ্যায়' ছবির থেকে তৃতীয় সংস্করণ অনেক বেশ আকর্ষণীয় এবং অন্তহীন ফ্ল্যাশব্যাক দৃশ্য থাকা সত্ত্বেও দর্শক ধরে রাখার ক্ষমতা রাখে এই ছবি। এমনকী, এটা বলা একেবারেই অত্যুক্তি হবে না যে সলমন খান বারবার তাঁর অনুরাগীদের টাইগার ফ্র্যাঞ্চাইজি দিয়ে মন ভরিয়েছেন। এবারেও যে আশা তৈরি হয়েছিল সেই মাত্রা ছুঁয়েছেন তিনি। দীপাবলির দিন বেশ সকালের শোতেও ফুলহাউজ থাকা, তাঁকে ঘিরে উন্মাদনার উদাহরণ বটে, কিন্তু ফিল্মটির পারফর্ম্যান্স কেমন তা অনুমান করা যায় একই পরিমাণ ভিড় থেকে বেরিয়ে আসা কন্টেন্ট অনুভব করে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial