হিট তামিল ছবি ‘ওকে কাধাল কানমানি’-র হিন্দি 'ওকে জানু'। তামিল ছবিটির পরিচালনায় ছিলেন মণিরত্নম। ‘ওকে জানু’-র পোস্টার মুক্তি পেয়েছে সম্প্রতি। ছবিতে শ্রদ্ধা ও আদিত্য মুম্বইতে লিভ ইন করা দুই তরুণ তরুণী। নাসিরুদ্দিন শাহ ও লীলা স্যামসন তাঁদের বাড়িওয়ালা। দু’জোড়া দম্পতির মধ্যে সম্পর্কের টানাপোড়েনের কথা বলবে এই ছবি। মুক্তি পেল শ্রদ্ধা-আদিত্যর ‘ওকে জানু’ ছবির পোস্টার
ABP Ananda, Web Desk | 10 Dec 2016 10:53 AM (IST)
মুম্বই: ফের পর্দায় ফিরছেন আশিকি টু-র সেই জুড়ি। ‘ওকে জানু’ ছবিতে দেখা যাবে শ্রদ্ধা কপূর ও আদিত্য রায় কপূরকে। শাদ আলি পরিচালিত এই ছবির প্রযোজনা করছেল কর্ণ জোহর। ছবিতে সুর দিয়েছেন এ আর রহমান।