মুম্বই: বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান সাধারণত নিজের ব্যক্তি জীবন নিয়ে সেভাবে কখনওই মুখ খোলেন না। তবে সাম্প্রতিক এক সাক্ষাতকারে তিনি লাভ লাইফ নিয়ে খোলাখুলি কিছু কথা বলেছেন। তাঁর দ্বিতীয়পক্ষের স্ত্রী কিরণ রাওয়ের প্রেমে তিনি কীভাবে পড়েছেন, সেকথা নিজেই জানিয়েছেন আমির। শুধু কিরণ নয়, তাঁর প্রথমপক্ষের স্ত্রী রিনা, তাঁর সঙ্গে সম্পর্কের সমীকরণ নিয়েও ওই সাক্ষাতকারে অনেক কথা বলতে শোনা গিয়েছে আমিরকে।

 

কিরণের সঙ্গে আমিরের দেখা ‘লগন’ ছবির শ্যুটিং সেটে। সেখানে কিরণ ছিলেন অন্যতম সহকারী পরিচালক। তবে সেসময় তাঁদের মধ্যে সেভাবে বন্ধুত্বও গড়ে ওঠেনি। রিনার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর আমিরের ফের দেখা হয় কিরণের সঙ্গে। ডিভোর্সের পর কোনও এক টালমাটাল মুহূর্তে ফোন করেন কিরণ। তখনই আবেগপ্রবণ হয়ে আমির কিরণের সঙ্গে প্রায় আধ ঘণ্টা কথা বলেন। ফোন রাখার পর আমিরের মনে হয়েছিল, ধন্যবাদ ভগবান, আমি ওঁর সঙ্গে কথা বলতে পেরে ভীষণই খুশি।

সেই ফোনের পরই আমির-কিরণ প্রেম করা শুরু করেন, তারপর লিভ টুগেদারও করেন। এরপর ২০০৫ সালে ফের দ্বিতীয়বার বিয়ে করেন আমির। প্রথম বিবাহ বিচ্ছেদের তিন বছর পর। আমিরের স্বীকারোক্তি, তাঁর জীবনে একটি দিনও আজ তিনি কিরণকে ছাড়া ভাবতে পারেন না।

এরপর আমিরকে প্রশ্ন করা হয়, তিনি কি মানসিকভাবে শক্তিশালী মহিলাদেরই পছন্দ করেন? নায়কের উত্তর, কিছুটা তাই। এব্যাপারে তাঁর প্রথম পক্ষের স্ত্রী রিনারও উচ্ছ্বসিত প্রশংসা করেন আমির। তাঁর কথায়, তাঁদের প্রথম বিয়ে না টিকলেও, রিনার জন্যে তাঁর যথেষ্ট শ্রদ্ধা এবং ভালবাসা আছে মানুষ হিসেবে।

তবে পেশাদার জীবনে পারফেকশনিস্ট হওয়ার ফলে আমির যে নিজের পারিবারিক জীবনকে কিছুটা অবহেলা করেন বা করেছেন সেকথাও স্বীকার করেছেন। আমিরের কথায়, তিনি তাঁর কাজের মধ্যে এতটাই ঢুকে যান, যে সেসময় পরিবার নিয়ে তিনি আর ভাবেনই না। এব্যাপারে কিরণ একবার তাঁকে বলেছিলেন, তুমি আসলে আমাদের ব্যাপারে আগ্রহীও নও। পরে নিজের ভুল বুঝতে পারেন আমির। এখন তিনি রাত আটটা অবধি কোনও সাক্ষাতকার, মিটিং রাখেন না। আজাদ ঘুমিয়ে যাওয়ার পর সমস্ত মিটিং, বৈঠক রাখেন। ছেলেকে পর্যাপ্ত সময় দেওয়াই আমিরের লক্ষ্য, সঙ্গে জীবনসঙ্গীকেও।