মুম্বই: তাঁর প্রযোজনায় আগামী ছবির কথা ঘোষণা করলেন আমির খান। ছবির নাম রুবারু রোশনি। তাৎপর্যপূর্ণ হল, বড় পর্দা নয়, আমির এই ছবিটি করবেন একটি টিভি চ্যানেলের জন্য।

আমির ছাড়াও রুবারু রোশনি প্রযোজনা করেছেন তাঁর স্ত্রী কিরণ রাও। ২৬ তারিখ ছবিটির প্রিমিয়ার। টুইটারে আমির একটি ভিডিও পোস্ট করেছেন, তাতে তিনি প্রশ্ন করেছেন এই প্রজাতন্ত্র দিবস আপনি কী করছেন? পতাকা উত্তোলন হয়ে গেলে আমার কিন্তু আপনার জন্য একটা প্ল্যান আছে।

দেখুন তাঁর টুইট




নতুন এই ছবি পরিচালনা করেছেন স্বাতী চক্রবর্তী। বছরের শেষে মুক্তি পায় আমিরের ঠগস অফ হিন্দোস্তান। বক্স অফিসে ব্যর্থ হয়েছে ছবিটি।