মুম্বই: আজ জন্মদিন বলিউড অভিনেতা আমির খানের (Aamir Khan)। তাঁকে বলিউডের মিস্টার পারফেকশনিস্ট বলা হয়। বলিউডে এমন এমন ছবিতে অভিনয় করেছেন তিনি, যা মনে গেঁথে রয়েছে দর্শকদের। 'কয়ামত সে কয়ামত তক' ছবি দিয়ে বলিউডে 'এন্ট্রি' হয় আমির খানের। তারপর কখনও 'দিল', কখনও ''লগন'', কখনও 'থ্রি ইডিয়টস', 'তারে জমিন পর', 'পিকে' কিংবা ''দঙ্গল''। আমির খানের অভিনীত সেরা ছবির তালিকা করতে বসলে কোনটা ছেড়ে কোনটা রাখবেন, তা বোঝাই দুষ্কর হয়ে উঠবে। আজ তাঁর জন্মদিনে (Aamir Khan Birthday) জেনে নেওয়া যাক অজানা কিছু তথ্য।


১. জানা যায়, আমির খানের বাবা কখনও চাননি যে আমির খান অভিনয় জগতে আসুন। জীবনের শুরু দিকে থিয়েটারের সঙ্গে যোগ দেওয়ার বছর দুয়েক পর তিনি সিদ্ধান্ত নেন যে, এবার অভিনয়ে আত্মপ্রকাশ হবে। প্রথমবার আমির খানকে পর্দায় দেখা যায় একটি বিজ্ঞাপনে।


আরও পড়ুন - The Kashmir Files: সবাই প্রশংসায় পঞ্চমুখ, অথচ 'দ্য কাশ্মীর ফাইলস' প্রসঙ্গে এ কী বললেন আমির খান!


২. বাবার মতো আমির খান নিজেও জীবনের শুরুতে একেবারেই অভিনেতা হতে চাননি। বরং তিনি টেনিস খেলোয়াড় হতে চেয়েছিলেন। রাজ্যস্তরে বিভিন্ন টেনিস প্রতিযোগিতায় অংশও নেন তিনি। আমির খানের পছন্দের টেনিস খেলোয়াড় রজার ফেডেরার।


৩. সকলেই জানেন কোনও অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যেতে পছন্দ করেন না আমির খান। এর কারণ হিসেবে বিভিন্ন সূত্রে জানা যায়, একবার সেরা অভিনেতা হিসেবে তাঁর পুরস্কার হাতছাড়া হয়ে যায়। আর তারপর থেকেই এই পুরস্কারের উপর থেকে তাঁর বিশ্বাস উঠে যায়। তাই তাঁকে কোনও অ্যাওয়ার্ড অনুষ্ঠানে দেখা যায় না।


৪. জানা যায়, একবার এক টেলিভিশন শোয়ে আমির খানের প্রাক্তন স্ত্রী কিরণ রাও বলেন, অভিনেতা নাকি স্নান করতে একেবারেই পছন্দ করেন না। এমনকি কখনও কখনও দিন দুয়েকও স্নান না করে থাকেন তিনি। শুধু তাই নয়, কিরণ রাও জানান, আমির খান কখনও বেশি খেয়ে ফেলেন, আবার কখনও খুব অল্প খাবার খান।