মুম্বই: কেবলমাত্র বক্স অফিসেই সাফল্য নয়, 'দ্য কাশ্মীর ফাইলস' (The Kashmir Files) প্রসঙ্গে প্রশংসায় পঞ্চমুখ নেট দুনিয়া। মুক্তি পাওয়ার আগে থেকেই এই ছবিকে ঘিরে উত্তেজনা প্রকাশ পেয়েছিল সোশ্যাল মিডিয়ায়। অধীর আগ্রহে ছবির মুক্তির জন্য অপেক্ষা করছিলেন দর্শকেরা। অবশেষে ছবি মুক্তি পাওয়ার পর প্রতিক্রিয়া জানালেন তাঁরা নেট মাধ্যমে। ইতিমধ্যেই দেশের বেশ কিছু রাজ্যে এই ছবিকে করমুক্ত ঘোষণা করা হয়েছে। পরিচালক বিবেক অগ্নিহোত্রী যখন দেখা করতে যান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পর্যন্ত এই ছবির প্রশংসা করেন। কিন্তু 'দ্য কাশ্মীর ফাইলস' প্রসঙ্গে এ কী প্রতিক্রিয়া দিলেন বলিউড অভিনেতা আমির খান!


আজ জন্মদিন আমির খানের (Aamir Khan)। বলিউড সুপারস্টারের জন্মদিনে সংবাদমাধ্যমের পক্ষ থেকে মুম্বইয়ে জন্মদিন উদযাপনের বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। সেখানে কেক কেটে জন্মদিন উদযাপন করার পাশাপাশি সংবাদমাধ্যমের বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হন আমির খান। সেখানেই তাঁকে যখন সাংবাদিকরা 'দ্য কাশ্মীর ফাইলস' ছবি প্রসঙ্গে জিজ্ঞাসা করেন, তখন প্রতিক্রিয়া দেন অভিনেতা। আমির খান, বলেন, 'আসলে আমি এখনও পর্যন্ত ছবিটা দেখিনি। শুনেছি অত্যন্ত সফল হয়েছে ছবিটি। আমার পক্ষ থেকে 'দ্য কাশ্মীর ফাইলস' ছবির প্রত্যেককে অনেক অভিনন্দন।' জানা যাচ্ছে, আমির খানের প্রতিক্রিয়া দেওয়ার ভঙ্গিতেই বোঝা গিয়েছে এই ছবিটি দেখার জন্য তিনি মুখিয়ে রয়েছেন। 


আরও পড়ুন - The Kashmir Files: গুজরাত, হরিয়ানা, মধ্যপ্রদেশের পর আর কোন কোন রাজ্যে করমুক্ত হল 'দ্য কাশ্মীর ফাইলস'?


প্রসঙ্গত, হরিয়ানা, গুজরাত, মধ্যপ্রদেশের পর এবার 'দ্য কাশ্মীর ফাইলস' ছবিটিকে করমুক্ত ঘোষণা করা হল গোয়া এবং ত্রিপুরার সরকারের পক্ষ থেকেও। এদিন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব টুইট করে জানান যে, 'পরিচালক বিবেক অগ্নিহোত্রীর ছবি 'দ্য কাশ্মীর ফাইলস'-এ কাশ্মীরি পণ্ডিতদের জীবনের নানা হৃদয় বিদারক কাহিনী দেখানো হয়েছে। কাশ্মীরি পণ্ডিতদের কত কষ্ট সহ্য করতে হয়েছে, সে কাহিনী উঠে এসেছে এই ছবিতে। রাজ্যের মানুষ যাতে এই ছবি দেখার প্রেরণা পান এবং ছবিটিকে সমর্থন করে ত্রিপুরা সরকারের পক্ষ থেকে এই ছবিকে ত্রিপুরার করমুক্ত ঘোষণা করা হল।' একইরকমভাবে গোয়ার সরকারও এদিন 'দ্য কাশ্মীর ফাইলস' ছবিটিকে তাদের রাজ্যে করমুক্ত ঘোষণা করে।