মুম্বই: বলিউডে ৩০ বছর পূর্ণ করলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। ‘কেয়ামত সে কেয়ামত তক’ ছবি দিয়ে বলিউডে পা রেখেছিলেন এই অভিনেতা। এই ছবি দিয়েই তামাম সিনেপ্রেমী ও যুব-হৃদয়ে ছেয়ে গিয়েছিলেন আমির খান। পরের তিন দশকে ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজস্ব জায়গা তৈরি করে নিয়েছেন আমির খান।
৩০ বছর পূর্ণ করার উপলক্ষ্যে সোশ্যাল মিডিয়ায় বিশেষ বার্তা দিয়েছেন আমির খান। লিখেছেন, তাঁর বিশ্বাসই হচ্ছে না, তিরিশটা বছর পার করেছেন। ওই ছবিতে আমিরের বিপরীতে অভিনয় করেছিলেন জুহি চাওলা। ছবির এই জনপ্রিয় স্টিল এদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আমির লেখেন, মনে হচ্ছে যেন কালকের কথা। বিশ্বাসই হচ্ছে না, তিরিশ বছর হয়ে গেল।
https://twitter.com/aamir_khan/status/990598873264640001
আমিরের এই বলি-বার্ষিকীতে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন টিনসেল টাউনের একাধিক তারকা। অভিনয়ের জগতে প্রতিষ্ঠা করার পাশাপাশি, নিজস্ব প্রোডাকশন হাউসও শুরু করেন আমির। ২০০১ সালে তাঁর সংস্থার নির্মিত প্রথম ছবি ছিল ‘লগান’।