মুম্বই: গত বছর দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের (Kiran Rao) সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘোষণা করেন আমির খান (Aamir Khan)। বলিউডের মিস্টার পারফেকশনিস্টের এমন ঘোষণায় কার্যত চমকে ওঠেন সকলে। দীর্ঘ পনেরো বছর একে অপরের সঙ্গে সম্পর্কে থাকার পর বিবাহবিচ্ছেদ ঘোষণা করেন তাঁরা। আমির খানের বিবাহিত জীবনে ইতি টানার ঘোষণার পরই গুঞ্জন ওঠে, 'দঙ্গল' অভিনেত্রী ফতিমা সানা শেখের সঙ্গে তাঁর সম্পর্কের। শোনা যায়, অভিনেত্রীর সঙ্গে বেশ কিছুদিন ধরেই সম্পর্কে রয়েছেন তিনি। আর সেই কারণেই দ্বিতীয় স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে বিবাহিত জীবনে ইতি টানেন অভিনেতা। আজ জন্মদিন উপলক্ষে সংবাদমাধ্যমের কর্মীদের পক্ষ থেকে আমির খানের জন্য বিশেষ আয়োজন করা হয়েছিল। সেখানেই এই প্রসঙ্গে মুখ খুললেন আমির খান।


বলিউড অভিনেত্রী ফতিমা সানা শেখের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণেই কি কিরণ রাওয়ের সঙ্গে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন আমির খান? এক সাক্ষাতকারে তিনি বলেন, 'না, আমাদের এই সিদ্ধান্তের পিছনে কেউ ছিল না। আজও কেউ নেই।' তিনি আরও বলেন, 'কিরণ আর আমি এককথায় একটা পরিবার। কিন্তু আমাদের স্বামী-স্ত্রীর সম্পর্কে কিছু বদল আসে। আর আমরা তাই বিবাহের রীতিকে সম্মান জানিয়ে বিবাহবিচ্ছেদের ঘোষণা করি। যাই হোক, আমরা চিরকাল একে অপরের পাশে থাকব। আমরা একসঙ্গে কাজও করছি। আমরা একে অপরের ঘনিষ্টও। কিন্তু স্বামী-স্ত্রী হিসেবে নয়। যৌথভাবে এমন সিদ্ধান্ত নেওয়ার পরই বিবাহবিচ্ছেদের ঘোষণা করি।'


আরও পড়ুন - Aamir Khan Birthday: অভিনেতা নয়, ছোটবেলায় কী হতে চেয়েছিলেন আমির খান? রইল অজানা তথ্য


আমির খানের প্রথম স্ত্রী রিনা দত্তের সঙ্গে অভিনেতার বিবাহবিচ্ছেদের ঘোষণার সময় শোনা গিয়েছেন, এর জন্য তাঁর এবং কিরণ রাওয়ের সম্পর্ক দায়ী। আজ নিজের ৫৭তম জন্মদিনে খোলাখুলি আমর খান বলে দিলেন, 'আমি আর রিনা যখন আবাদা হই, তখন আমার জীবনে কেউ ছিল না। বহু মানুষ ভাবেন সেই সময় আমার সঙ্গে কিরণের সম্পর্ক ছিল। কিন্তু না, এটা সত্যি কথা নয়। কিরণ আর আমার তখন দেখা হয়েছিল এটা ঠিক। কিন্তু আমরা তখন একে অপরকে জানতামও না ঠিকভাবে। অনেক পরে আমরা বন্ধু হয়েছি।'