বেজিং: আমির খান এখন চিনে, ঠগস অফ হিন্দোস্তান প্রচার করতে গিয়েছেন তিনি। এর আগে লগান চিনে বাম্পার হিট হলেও ঠগস-এর ক্ষেত্রে কিন্তু ধাক্কা খেলেন আমির। চিনের একটি বিশ্ববিদ্যালয় তাদের ক্যাম্পাসে ছবির প্রচার করার অনুমতি দেয়নি তাঁকে।
৮ নভেম্বর ভারতে মুক্তি পেয়েছে ঠগস অফ হিন্দোস্তান। কিন্তু অমিতাভ বচ্চন, আমির খান, ক্যাটরিনা কাইফের মত তারকারা থাকলেও বক্স অফিসে আহামরি সাড়া জাগাতে পারেনি ছবিটি, অপছন্দ করেছেন সমালোচকরাও। এই পরিস্থিতিতে আমির ঠগস নিয়ে চিন গিয়েছিলেন, দঙ্গল না হোক, অন্তত সিক্রেট সুপারস্টার-এর মত ব্যবসা করা যায় কিনা দেখতে। কিন্তু ছাত্রছাত্রীদের মধ্যে ছবির প্রচারে বাদ সেধেছে দক্ষিণ চিনের গুয়াংঝু প্রদেশের গুয়াংডং ইউনিভার্সিটি অফ ফিনান্স অ্যান্ড কমার্স। আগে থেকে অনুমতি না নেওয়ার কারণ দর্শিয়ে ক্যাম্পাসে ঠগস অফ হিন্দোস্তান-এর প্রচার বাতিল করেছে তারা।
আমিরের অনুরাগীরা অবশ্য তাঁর আসার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এভাবে প্রচার বাতিল করায় তাঁরা অত্যন্ত ক্ষুব্ধ। অনেকে জানিয়েছেন, এক ঘণ্টারও বেশি সময় ধরে আমিরের জন্য অপেক্ষা করেছিলেন তাঁরা। তাঁদের প্রশ্ন, অনুষ্ঠানের আয়োজকরা কেন আগে থেকে ঠিকমত অনুমতি নিয়ে রাখেননি। তবে তাতে অবশ্য ছবির প্রচার আটকায়নি। ক্যাম্পাসের কাছেই একটি হোটেলে ঠগস-এর প্রচার সেরেছেন আমির।
আমির খানকে ঠগস অফ হিন্দোস্তান-এর প্রচার করতে অনুমতি দিল না চিনের এই বিশ্ববিদ্যালয়
ABP Ananda, Web Desk
Updated at:
18 Dec 2018 04:00 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -